হাইড্রোজেন জ্বালানি !!
সস্তায় জ্বালানি পেতে এবার পানি থেকে তৈরি হচ্ছে হাইড্রোজেন জ্বালানি। সস্তার এ জ্বালানি তৈরিতে অনেকটাই এগিয়ে গেছেন আমেরিকার বিজ্ঞানীরা। বিদ্যুৎ উৎপাদন ও যানবাহন চালাতে অত্যন্ত কম দামে পাওয়া যাবে এই জ্বালানি। পরিবেশবান্ধব জ্বালানি হিসেবে হাইড্রোজেন জ্বালানির গুরুত্ব অনেক। হাইড্রোজেন জ্বালানি তৈরিতে খরচও অনেক। তবে এবার ওয়াশিংটনের প্রিন্সটন ইউনিভার্সিটি ও রজার্স ইউনিভার্সিটির
একদল গবেষক সস্তায় হাইড্রোজেন জ্বালানি উৎপাদনের উপায় নিয়ে গবেষণা চালাচ্ছেন। তারা এ ধরনের জ্বালানি উৎপাদনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছেন।
গবেষক দলের প্রধান আনাবেলা সেলনি দেখতে পান, এক ধরনের ব্যাকটেরিয়া তার শরীরে থাকা ডি-আয়রন হাইড্রোজিনাসিস নামে এনজাইম ব্যবহার করে পানি থেকে হাইড্রোজেন উৎপন্ন করছে। এ থেকে অনুপ্রাণিত হন তিনি। এসব এনজাইম কীভাবে একীভূত হয়ে বাস্তবিক সিনথেটিক ক্যাটালিস্টে রূপান্তর হয়, কম্পিউটার মডেল ব্যবহার করে তার বাহ্যিক চিত্র তৈরি করে সেলনির নেতৃত্বাধীন গবেষক দল। আর এ ক্যাটালিস্ট বা অনুঘটক ব্যবহার করেই পানি থেকে হাইড্রোজেন জ্বালানি উৎপাদন সম্ভব।
গবেষকরা লক্ষ্য করেন, এ ক্ষেত্রে বিক্রিয়ার সময় অক্সিজেন বাধা হয়ে দাঁড়ায়। সে জন্য তারা ক্যাটালিস্টে এমন পরিবর্তন আনেন, যাতে অক্সিজেন সমস্যা না করে। ক্যাটালিস্ট পরিবর্তন করতে গিয়ে তারা দেখতে পান, নতুন এক ধরনের ক্যাটালিস্ট তৈরি হয়েছে, যা পরিত্যক্ত লোহার মতো সস্তা উপাদান থেকেও তৈরি হতে পারে। আর সস্তায় ওই ক্যাটালিস্ট তৈরি করা গেলে হাইড্রাজেন জ্বালানির উৎপাদনও সস্তায় করা সম্ভব হবে।