হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নে কোন অগ্রগতি নেই

সম্পদে সম্ভাবনায় সমৃদ্ধ বাংলাদেশের হাওর অঞ্চল। জাতীয় অর্থনীতির অবিচ্ছেদ্য অংশ ‘হাওর’ জাতির জন্য একদিকে যেমন বিপুল পরিমাণ ধান, মাছ, রবিশস্যের জোগান দাতা; অন্যদিকে জারি, সারি, ভাটিয়ালি, বাউল, কিস্সা, গীত, পালা, কীর্তনসহ লোকায়ত শিল্পের এক জীবন্ত জাদুঘর। অথচ এই হাওর আজ বিপন্ন। হাওরের উন্নয়নে সরকার মহাপরিকল্পনা প্রণয়ন করেছে। হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নে অদ্যাবধি হাওর উন্নয়ন বোর্ডের কোন কার্যক্রম পরিলক্ষিত হচ্ছে না। আজ ২৫ জুন ২০১৪ বুধবার সকাল ১০:৩০মিনিটে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও ইনস্টিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট (আইইডি) যৌথভাবে আয়োজিত “হাওর মহাপরিকল্পনা বাস্তবায়ন” শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা উক্ত অভিমত ব্যক্ত করেন।

পবার যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মনোয়ার হোসেনের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে প্রধান অতিথিDSC_4732 হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এম.পি । বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পবার নির্বাহী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ আবদুস সোবহান এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন পবার সম্পাদক ড. হালিম দাদ খান। বৈঠকে আলোচনায় অংশ নেন পানি উন্নয়ন বোর্ডের প্রাক্তন মহাপরিচালক এইচ এস মোজাদ্দেদ আল ফারুক, পানি সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব শেখ মো: রজব আলী, প্রাক্তন সচিব কারার মাহমুদুল হাসান, আইইডির প্রজেক্ট কো-অর্ডিনেটর জোতি চট্রোপাধ্যায়, ড. নিয়াজ পাশা প্রমুখ।

বৈঠক থেকে নিন্মোক্ত সুপারিশ করা হয়-
১. হাওর মহাপরিকল্পনা মনিটরিং, মূল্যায়ন, আপডেট ও সমন্বয় কার্যক্রম পরিচালনায় কারিগরী সহায়তা প্রদান, মন্ত্রণালয়সমূহ এবং উন্নয়ন সহযোগীদের সাথে সমন্বয় করতে হাওর ও জলাভ’মি উন্নয়ন বোর্ডকে আরো সক্রিয়, কার্যকর ও শক্তিশালী করা।
২. মহাপরিকল্পনা মাঠ পর্যায়ে বাস্তবায়ন বিশেষ করে বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় সাধনের জন্য হাওর এলাকার জেলাগুলোতে হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড-এর অফিস স্থাপন করা।
৩. মহাপরিকল্পনায় অএ-০৪ চৎড়সড়ঃরড়হ ধহফ ঢ়ষধহঃধঃরড়হ ড়ভ অমধৎ চষধহঃ প্রকল্পের মূল বাস্তবায়নকারী সংস্থা বিএফআরআই এর স্থলে বন অধিদপ্তর হবে এবং বিএফআরআই হবে সহযোগী সংস্থা।
৪. বন উন্নয়ন ক্ষেত্রের ৬টি প্রকল্পের মূল বাস্তবায়নকারী সংস্থা পরিবেশ ও বন মন্ত্রণালয় এর স্থলে বন অধিদপ্তর হবে।
৫. বাংলাদেশ হাওর ও জলাভূমি উন্নয়ন বোর্ড-এর বোর্ডের সদস্য হিসাবে স্বাস্থ্য, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের অন্তর্ভুক্ত করা । নির্বাহী কমিটিতে সদস্য হিসাবে বুয়েটের ডজঊ এবং সিইজিআইএস-এর ব্যক্তি বিশেষের স্থলে সংস্থা দুটির প্রধানকে অন্তর্ভুক্ত করা।
৬. মহাপরিকল্পনাটি ৫ বছর পর পর আপডেট করার বিধান রয়েছে। আগামি আপডেটের সময় মহাপরিকল্পনায় সামাজিক সুবিধা ব্যয় বাড়ানো।
৭. সরকারি অর্থায়নের পাশাপাশি উন্নয়ন সহযোগীর মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়ন করা যেতে পারে।
৮. হাওর উপজেলাসমূহে কর্মরতদের মাঝে হাওর ভাতা চালু করা।

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics