হ্যালির ধূমকেতু
হ্যালির ধূমকেতু (ইংরেজি ভাষায় : Halley’s comet), প্রতি ৭৫-৭৬ বছর পর পর পৃথিবীর আকাশে দৃশ্যমান হয়ে ওঠা একটি ধূমকেতু। বিখ্যাত ইংরেজি জ্যোতির্বিজ্ঞানী এডমান্ড হ্যালির নামানুসারে এর নামকরণ করা হয়েছে। এর অফিসিয়াল ডেসিগনেশন হচ্ছে ১পি/হ্যালি। মাঝে মধ্যে একে কমেট হ্যালি তথা ধূমকেতু হ্যালি নামে ডাকতে দেখা যায়। প্রতি শতাব্দীতেই আকাশে কোনো কোনো তারা অনেক উজ্জ্বলভাবে দৃশ্যমান হয়ে ওঠে। এর অনেকই আবার দীর্ঘ সময় ধরে দৃশ্যমান থাকে। কিন্তু হ্যালির ধূমকেতু একমাত্র স্বল্পমেয়াদি ধূমকেতু যা খালি চোখেও স্পষ্ট দেখা যায়। সে হিসেবে এটি খালি চোখে দৃশ্যমান একমাত্র ধূমকেতু যা একজন মানুষের জীবদ্দশায় দু’বার দেখা দিতে পারে। ১৯৮৬ সালে সৌরজগতের অভ্যন্তরভাগে এই ধূমকেতুকে শেষবারের মতো দেখা গিয়েছিল। ২০৬১ সালে এটি আবার পৃথিবীর আকাশে দেখা দেবে। ১৯৮৬ সালের হ্যালির ধূমকেতুর পর্যবেক্ষণে মহাকাশযান দিয়ে প্রথম কোনো ধূমকেতুর নিউক্লিয়াস, কমা, লেজের বিশদভাবে গবেষণা করা হয়। জাপান দুটি মহাকাশযানের মাধ্যমে বাড়ন্ত কমা পর্যবেক্ষণ করে। এই মিশনগুলোর সাফল্যে অনুপ্রাণিত হয়ে NASAবর্তমানে STS 51-L ও STS 61-E মহাকাশযান ব্যবহার করে ধূমকেতুর বিশদ গঠন জানার চেষ্টা করছে।
তথ্য : ইন্টারনেট