হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট!!

ডেস্ক নিউজ 

ফল ও আড়তে ধর্মঘটের ডাক দিয়েছেন ফল ব্যবসায়ীরা। ‘ভুল যন্ত্র’ দিয়ে ফলের ফরমালিন পরীক্ষা করার নামে ফলমূল ধ্বংস ও ব্যবসায়ীদের হয়রানির দাবিতে এই ধর্মঘটের ডাক দেন ফল ব্যবসায়ীরা। তাদের মতে, বিভিন্ন দেশ থেকে আমদানিকৃত উন্নতমানের ফলমূলে ফরমালিন পরীক্ষার নামে তাদেরকে বিনা কারণে হয়রানি করা হচ্ছে। এতে করে বিপদে পড়ছেন ক্ষুদ্র ফল বিক্রেতারা। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে এই ধর্মঘটের ডাক দেন ঢাকা মহানগর ফল আমদানি-রপ্তানিকারক ও আড়তদার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড।food

‘ভুল যন্ত্র’ দিয়ে ফলের ফরমালিন পরীক্ষার প্রতিবাদে আজ শনিবারও প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেন ক্ষুদ্র ফল ব্যবসায়ীরা। তাদের দাবিতে ব্যবসায়ীরা উল্লেখ করেন, সোমবারের মধ্যে সরকার তাদের বিরুদ্ধে এই হয়রানি বন্ধের উদ্যোগ না নিলে তারা ফল আমদানি বন্ধ করে দিবেন। আর ইতোমধ্যে আমদানিকৃত ফল নিজ নিজ দেশে ফেরত পাঠিয়ে দিবেন।

গতকাল সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম। তিনি বলেন, দীর্ঘদিন ধরে আড়তদার ব্যবসায়ীরা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে সঠিক মান নিয়ন্ত্রণের মাধ্যমে তাজা ফল আমদানি করে থাকেন। এইসব ফল চট্রগ্রাম বন্দর থেকে খালাস করা হয়। যদি এইসব ফলে ক্ষতিকর রাসায়নিক থাকতো, তবে চট্রগ্রাম বন্দর থেকে ছাড়পত্রই আসতো না।

তিনি তার লিখিত বক্তব্যে আরও জানান, ফরমালিনের উপস্থিতি পরীক্ষার জন্য ফরমালডিহাইড-৩০০ নামক যে যন্ত্রটি ব্যবহার করা হচ্ছে, তা ফরমালিনের সঠিক মান নির্ণয়ে সক্ষম নয়। এই কারণে, কোটি টাকার তাজা ফলমূল ধ্বংস করে ফেলা হয়েছে। এর ফল অনেক ব্যবসায়ী তাদের পুঁজি হারিয়ে পথে বসেছেন বলেও সিরাজুল ইসলাম অভিযোগ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics