
সুন্দরবনে নতুন প্রজাতির প্রজাপতি আবিষ্কার
সাম্প্রতিক গবেষণায় সুন্দরবনে নতুন এক প্রজাতির প্রজাপতি আবিষ্কারের ঘোষণা দিয়েছেন বাংলাদেশের বিজ্ঞানীরা। হোয়াইট ইয়েলো ব্রাস্টেড ফ্ল্যাট নামের এই প্রজাপতি বাংলাদেশের সুন্দরবনে সুপতি থেকে সনাক্ত করা হয় ।
বিশ্বব্যাংকের অর্থায়নে এবং আইইউসিএন পরিচালিত প্রোজেক্ট “আইইউসিএন আপডেটিং স্পেসিস রেডলিস্ট অব বাংলাদেশ” (IUCN updating species red list of Bangladesh) এর প্রজাপতি বিষয়ক গবেষণা দল নিয়ে গত ২৬ শে অক্টোবর, ২০১৪ প্রজাপতিটি সনাক্তকরণ করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোঃ মনোয়ার হোসেন।
এই প্রজাপতির ডানার দৈর্ঘ্য ৩৫-৪৫ মিলিমিটার এবং ডানা দেখতে গারো বাদামী ও সাদা রঙের । প্রজাপতিটি ঘন জঙ্গলের পাতার নীচে বসে । বাংলাদেশে এর জীবন চক্র ও অন্যান্য জৈবনিক কাজ এখনও অজানা । এই প্রজাতির প্রজাপতি ভারত , মালয়েশিয়া , ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ডে পাওয়া যায়।

ইতিমধ্যে গত ৩ বছরে ( ২০১১ – ২০১৩ ) সুন্দরবনে ৩৭ টি প্রজাতির প্রজাপতি আবিষ্কার করা হয়েছে । বর্তমানে নতুন এর একটি প্রজাপতি সনাক্ত করায় সুন্দরবনে প্রজাপতির সংখ্যা হল ৩৮ । ভবিষ্যতে এর সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ড. মোঃ মনোয়ার হোসেন।
প্রজাপতি আবিস্কার সম্পর্কিত প্রেস কনফারেন্সে বক্তব্য রাখতে গিয়ে ড. হোসেন বলেন “বর্তমানে পরিবেশ দূষণ এবং আবাস্থল এর সংকটের কারণে অন্যান্য বন্য প্রাণীর সাথে সাথে সুন্দরবনের প্রজাপতিরাও আজ হুমকির সম্মুখিন । সুন্দরবনের প্রজাপতির প্রজাতি রক্ষার্থে এখনই যথাযথ পদক্ষেপ নিতে হবে”।