দন্তচকিৎিসায় পারদ অ্যামালগাম বন্ধরে আহবান

দন্ত চিকিৎসায় পারদ অ্যামালগাম ব্যবহারের ফলে বাংলাদেশে স্বাস্থ্য ঝুঁকি ও চিকিৎসা ব্যায় বৃদ্ধি পেয়েছে,  পাশাপাশি পরিবেশ  হুমকির মুখে পড়ছ। বিশেষজ্ঞদের মতে এই অ্যামালগাম বায়ু, পানি ও মাটি দূষণের অন্যতম কারণ।
বুধবার, ১২ নভম্বের অনুষ্ঠিত “ফেজ আউট অব মার্কারি অ্যামালগাম ইন বাংলাদশে টু প্রটক্টে পাবলকি হেলথ অ্যান্ড এনভায়রনমেন্ট”  শীর্ষক মুক্ত আলোচনা সভায় ডেন্টাল এ্যামালগাম সর্ম্পকে ব্যাপক জনসচেতনতা সৃষ্টি এবং এর ব্যবহার সর্ম্পকে জাতীয় নীতিমালা গ্রহণের উপর গুরুত্ব আরোপ করে এসব বক্তব্য দেন বিশেষজ্ঞরা।

এশিয়ান সেন্টার ফর এনভায়রনমেন্টাল হেলথ, ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারী ফ্রি ডেন্টিস্ট্রি এবং এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এসডো’র  সহযোগিতায় “চট্রগ্রাম ক্লাব“  উক্ত আলোচনা সভার আয়োজন করে। আশিজন বশিষেজ্ঞ (দন্ত চকিৎিসক, শিশু বিশেষজ্ঞ , স্ত্রীরোগ বিশেষজ্ঞ  ও গণমাধ্যম র্কমী) এই আলোচনা সভায় অংশ নেন এবং মার্কারি অ্যামালগম এর ব্যবহার বন্ধ ও বিকল্প ব্যবহারকে উৎসাহিত করার আহ্বান জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারী ফ্রি ডেন্টিস্ট্রির  প্রেসিডেন্ট এবং এশিয়ান সেন্টারের কো-চেয়ার অ্যাটর্নি চার্লি ব্রাউন।তিনি বলেন “মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারি-ফ্রি ডেন্টিস্ট্রি বিশ্বব্যাপী দাঁতে মার্কারি বা পারদযুক্ত অ্যামালগাম ব্যবহার বন্ধে সচেতনতা সৃষ্টি এবং এ ব্যাপারে একটি আর্ন্তজাতিক নীতিমালা তৈরীতে কাজ করে যাচ্ছে। যা ইতিমধ্যেই জাতিসংঘের পরিবেশ সংস্থার (ইউএনইপি) উদ্যেগে বাস্তবায়নাধীন। কনফারেন্স অন মার্কারি নেগোসিয়েসন ট্রিইটি’র আলোচ্য বিষয় হিসেবে এটি অর্ন্তভুক্ত হয়েছে। ওর্য়াল্ড অ্যালায়েন্স ফর মার্কারী-ফ্রি ডেনটিসট্রি ২০১০ সাল থেকে কাজ শুরু করে এবং এর ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।”

Charlie Brown at open from in Chittagong

চট্টগ্রামে অনুষ্ঠিত ওপেন ফোরামে বক্তব্য রাখছেন ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারী ফ্রি ডেন্টিস্টির প্রেসিডেন্ট অ্যাটর্নি চার্লি ব্রাউন।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল র্সাজন ড: সারফারাজ খান। দন্তচিকিৎসায় মার্কারীর ব্যাপক ব্যবহার প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, বাংলাদেশে অধিকাংশ ডেন্টাল সার্জন দন্তচিকিৎসায় মার্কারীর ব্যবহার বন্ধে অত্যন্ত আন্তরিক। তিনি আরও বলেন জনস্বাস্থ্য ও পরিবেশের বিষয়টি মাথায় রেখে সবাইকে একসাথে কাজ করতে হবে।

Syed Marghub Murshed at open from at Chittagongচট্টগ্রামে অনুষ্ঠিত ওপেন ফোরামে বক্তব্য রাখছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি বলেন,“এসডো ইতোমধ্যে ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারি ফ্রি ডেনটিস্টট্রি এবং জিরো মার্কারি ওয়ার্ক গ্রুপের সদস্যপদ লাভ করেছে। এছাড়া অ্যামালগাম ফিলিং-এর বিরুদ্ধে জনসচেতনা তৈরির লক্ষে এসডো বাংলাদেশ ডেন্টাল কলেজ সমূহ এবং দন্ত-চিকিৎসকদের সাথে কাজ করে যাচ্ছে । অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন এশিয়ান সেন্টারের কো-চেয়ার, এসডোর সেক্রেটারী  জেনারেল এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স ফর মার্কারী ফ্রি ডেন্টিস্টির ভাইস-প্রেসিডেন্ট ড. শাহরিয়ার হোসেন । তিনি মার্কারি ডেন্টাল অ্যামালগামের বিকল্প উপায়/উপাদান সম্পর্কে সাধারণ জনগনকে সচেতন করা, ডেন্টাল ফিলিং-এ মার্কারি ব্যবহার না করতে চিকিৎকদের উৎসাহিত করা, খোলা অবস্থায় মার্কারি ডেন্টাল অ্যামালগাম ব্যবহার না করা, জাতীয় বীমা নীতিমালায় মার্কারি ডেন্টাল অ্যামালগাম ব্যবহার নিষিদ্ধ করা এবং মার্কারি দূষণজনিত ক্ষতিকর প্রভাব নিয়ে জনসচেতনতা তৈরী করার উপর গুরুত্ব আরোপ করনে ।

এসডো এর জন্মলগ্ন থেকেই পরিবেশ ও সামাজিক কল্যাণের জন্যে প্রতিজ্ঞাবদ্ধ ।ডেন্টাল অ্যামালগাম সহ পরিবেশে মার্কারী নির্গমন ও দূষণরোধে ২০১১ সাল থেকেই এসডো এবং ওয়ার্ল্ড অ্যালায়েন্স একযোগে বিভিন্ন প্রকার বিষয়ভিত্তিক গবেষণা ও জাতীয় পর্যায়ে মতামত বিশ্লেষণের কাজ করে যাচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics