ফোবর্সের চোখে ২০১৪ সালের সেরা ১২ পরিবেশবান্ধব গাড়ি

তানভীর হোসেন

গাড়ির জ্বালানী দক্ষতার উপর ভিত্তি করে আন্তর্জাতিক সাময়িকী ফোবর্স ২০১৪ সালের বিশ্বের সেরা ১২ পরিবেশবান্ধব গাড়ির তালিকা প্রকাশ করেছে। পরিবেশ দূষণে জ্বালানী চালিত গাড়ির প্রভাবকে একমাত্র বিবেচনায় রেখে আমেরিকান কাউন্সিল ফর এন এনার্জী ইফিসিয়েন্ট ইকোনমি (এসিইইই) এই ১২ টি গাড়িকে তালিকাভূক্ত করে। এক্ষেত্রে পরিবেশ দূষণে গাড়ির নিঃসরিত গ্যাসই একমাত্র প্রভাবক হিসেবে বিবেচিত হয় নি বরং আরো আনুষঙ্গিক কিছু বিষয় এতে  বিবেচনা করা হয়। যেমন বিদ্যুৎচালিত গাড়ির গ্যাস নিঃসরন শুন্য হলেও পরিবেশের উপর এর প্রভাব নির্ভর করে শক্তির উৎস হিসেবে ব্যবহৃত বিদ্যুতের উৎপাদন পদ্ধতি এবং এর ফলে বায়ু, ভুমি এবং পানির দূষনের উপর।

বৈদ্যুতিক এবং সংকরিত গাড়িসমূহই ‘গ্রীনেস্ট ভেহিকল লিস্ট ২০১৪’ এ প্রাধান্য লাভ করেছে। দুই সিটের ‘ইলেন্ট্রিক ড্রাইভ’ গাড়িটি ৫৯ গ্রীন স্কোর নিয়ে তালিকার শীর্ষস্থানে রয়েছে। আরেকটি বৈদ্যুতিক গাড়ি ‘নীশান লীফ’ ৫৫ গ্রীন স্কোর নিয়ে রয়েছে তালিকার তৃতীয় স্থানে। শীর্ষ ১২ গাড়ির ১০ টিই জাপানী গাড়ি নির্মান প্রতিষ্ঠানের যার মধ্যে টয়োটার তিনটি মডেল, হোনডার চারটি মডেল স্থান পেয়েছে। বাকীগুলো ইউরোপীয়ান প্রতিষ্ঠানের গাড়ি।

গ্রীন স্কোর নির্ধারনে এসিইইই গাড়িসমূহের জ্বালানী প্রয়োজনীয়তা এবং গ্যাস নিঃসরনের প্রভাবকে একীভূত করে কিছু মানদন্ডে প্রকাশ করে। নিঃসরিত গ্যাসের প্রভাবের মধ্যে রয়েছে সাস্থ্যের জন্য ক্ষতিকর এবং বায়ুতে ধোঁয়াশা সৃষ্টিকারী কিছু দুষিত কনার নিঃসরন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হাইড্রোকার্বন, নাইট্রোজেনের অক্সাইডসমূহ, ক্ষুদ্র বস্তুকনা, কার্বন মনোক্সাইড এবং ফরম্যালডিহাইড যার সাথে জলবায়ু পরিবর্তনের সহায়ক গ্রীন হাউজ গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড ইত্যাদিও রয়েছে।

ছবিতে দেখে নেয়া যাক পরিবেশবান্ধব গাড়ি গুলোঃ

1

র‌্যাংকিংঃ ১

নামঃ ইলেক্ট্রিক ড্রাইভ

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ১২২/৯৩ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৯

2

র‌্যাংকিংঃ ২

নামঃ টয়োটা প্রিয়াস সি

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৫১/৪৮ এমপজি

গ্রীন স্কোরঃ ৫৭

3

র‌্যাংকিংঃ ৩

নামঃ নিশান লীফ

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ১২৬/১০১ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৫

4

র‌্যাংকিংঃ ৪

নামঃ টয়োটা প্রিয়াস

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৫৫/৪৮ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৫

5

র‌্যাংকিংঃ ৫

নামঃ হোনডা সিবিক হাইব্রিড

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৪৪/৪৭ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৫

6

র‌্যাংকিংঃ ৬

নামঃ লেক্সাস সিটি ২০০ এইচ

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৫১/৪৮ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৫

7

র‌্যাংকিংঃ ৭

নামঃ টয়োটা প্রিয়াস প্লাগ ইন হাইব্রিড

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৫১/৪৯ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৫

8

র‌্যাংকিংঃ ৮

নামঃ মিতসুবিশি মির‌্যাজ

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৩৭/৪৪ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৪

9

র‌্যাংকিংঃ ৯

নামঃ হোন্ডা সিবিক ন্যাচারাল গ্যাস

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ২৭/৩৮ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৪

10

র‌্যাংকিংঃ ১০

নামঃ হোনডা ইনসাইট

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৪১/৪৪ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৩

11

র‌্যাংকিংঃ ১১

নামঃ স্মার্ট ফর টু

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৩৪/৩৮ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৩

12

র‌্যাংকিংঃ ১২

নামঃ ২০১৪ ভক্সওয়াগন জিটা হাইব্রিড

বৈদ্যুতিক সমতুল্যতাঃ ৪২/৪৮ এমপিজি

গ্রীন স্কোরঃ ৫৩

*এমপিজি- মাইল পার গ্যালন

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics