রাজধানীতে আবারো অভিযান : ১০ টি পাখি উদ্ধার

মোঃ আরাফাত রহমান খান

P_20160418_181503

রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বর এলাকা থেকে জব্দ করা হল ৮ টি সাদাকোমর মুনিয়া ও ২ টি সবুজ টিয়া । ধানমণ্ডিতে অনেকদিন ধরেই এসব অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছিল কিছু  অসাধু পাখি ব্যবসায়ী। পরিবেশবাদীসংগঠন “ন্যাচার আই” এ সম্পর্কে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট কে অবহিত করলে,  তাদের তথ্যের উপর ভিত্তি করে  ধানমণ্ডি ৩২ নম্বর এলাকায় অভিযান চালায় বাংলাদেশ বনবিভাগের বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট । বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে আসামী পাখি সমেত খাঁচা রেখেই পালিয়ে যায়। এ সময় ৮ টি সাদকোমর মুনিয়া , ২ টি সবুজ টিয়া উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিট । অভিযানের নেতৃত্ব দিয়েছেন উক্ত ইউনিট এর বন্যপ্রাণী পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক ও অসিম মল্লিক। এছাড়াও উপস্থিত ছিলেন “ন্যাচার আই” টিম এর সদস্য জনাব মোঃ সালাউদ্দিন জাদিদ , মোঃ সাবিত হাসান এবং বগুড়া বার্ড ক্লাবের সভাপতি আদনান আজাদ আসিফও ক্লাবের সদস্য বাদল হোসেন বর্ণ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics