বাংলাদেশে এই প্রথম শুরু হতে যাচ্ছে শহরভিত্তিক 'ঢাকা বার্ড রেস'
মোঃ আরাফাত রহমান খান
জগতের সাথে তাল মিলিয়ে মানুষ ছুটে চলছে আপন মনে। সেই সাথে সবুজ শ্যামলিমার মাঝে গড়ে তুলছে বিরাট অট্টালিকা। একসময় এই অট্টালিকা গ্রাস করে নেয় পুরো সবুজ প্রতিমাকে। আমাদের এই ঢাকা শহর এর ব্যতিক্রম নয়। ঢাকা শহরটা আজ উঁচুতলার সারি সারি দালানে ঘেরা এক গোলকধাঁধাঁ। মানুষেরা যেন চার দেয়ালের ছাঁচে বন্দী। খেলার মাঠ নেই, নেই বুকভরে শ্বাস নেয়ার মত স্থান। এরকম পরিবেশে শিশুদের মানসিক বিকাশে যেমন ব্যঘাত ঘটে তেমনি ব্যঘাত ঘটে স্বাভাবিক সৃজনশীলতার ক্ষেত্রেও । তাই ঢাকার প্রকৃতি বাঁচাতে ভাবতে হবে আমাদের নিজেরদেরকেই, ভাবতে হবে পরিবেশের প্রত্যেকটি উপাদান নিয়ে।
ঢাকা শহরের অনেকেই জানেন না কাক ছাড়া আরও কী কী পাখি শুধুমাত্র ঢাকাতেই পাওয়া যায় । পাখি থাকতে পারে এই কথা অনেকে কল্পনার জগতেও আনতে চান না। তবে অত্যন্ত অবাক করা বিষয় হল আমাদের এই বদ্ধ নগরী ঢাকাতেও পাখির বিচিত্রতা কিন্তু মোটেও কম নয়। সবমিলিয়ে ২০০ প্রজাতিরও বেশি পাখি ঢাকাতেই পাওয়া যায় । এমন অনেক পাখিই আছে যাদের নামটাও আমরা অনেকেই জানিনা । তাই ঢাকাবাসীদের মধ্যে পাখির প্রতি সচেতনতা বাড়াতে এই প্রথম বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ঢাকা বার্ড রেস। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর প্রাণিবিদ্যা বিভাগ এর নেচার স্টাডি ও কনজারভেশন ক্লাব এর উদ্যোগে এই বার্ড রেস এর আয়জন করা হচ্ছে। আগামী ১৫ই এপ্রিল এই চমৎকার ঘটনাটি ঘটতে যাচ্ছে! পৃথিবীর অনেক দেশেই এই শহরভিত্তিক পাখি দেখা প্রতিযোগিতা জনপ্রিয়। এই পাখি দেখা প্রতিযোগিতা চমৎকার একটি বিনোদনের মাত্রা যোগ করে মানুষের মাঝে। এই প্রতিযোগিতা প্রকৃতি পিয়াসু মানুষদের আরও উদ্বুদ্ধ করবে, মানুষ নতুন করে ভাবতে শিখবে কিভাবে আমার শহরের পাখিদের রক্ষা করা যায়, ঢাকার সবুজ প্রকৃতিকে কিভাবে পুনরায় আবির্ভাব করা যায়।। তাই বলা চলে ঢাকা বার্ড রেসের মূল উদ্দেশ্য হল পাখিদের সংরক্ষণ ও পরিবেশকে রক্ষা করা। সেই সাথে জনমানুষে প্রকৃতির জন্য ভালবাসা ছড়িয়ে দেয়া।
যে কেউ এই বার্ড রেসে অংশগ্রহণ করতে পারবেন। এবং রেস হবে দল ভিত্তিক। একটি দলে সর্বনিম্ম ৩ জন এবং সর্বোচ্চ ৫ জন থাকতে পারবেন, হতে পারে পুরো পরিবার, স্কুল , কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় থেকে কোন দল । প্রতিটি দলকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে । রেজিস্ট্রেশন করা যাবে মোবাইলফোন কিংবা অনলাইনেই !
আয়োজক দলের প্রধান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের প্রভাষক বিসর্গ দাশ জানালেন, প্রতীক্ষার ঢাকা বার্ড রেস-২০১৬ এর পর্দা উন্মোচিত হতে যাচ্ছে আগামী ১৫ ই এপ্রিল রোজ শুক্রবার বিকাল ৫.০০ ঘটিকায়। রেজিস্ট্রেশনের শেষ সময় ১৪ ই এপ্রিল বিকাল ৪ টা পর্যন্ত। রেজিস্ট্রেশন অনলাইন অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগে এসে করা যাবে । ১৫ ই এপ্রিল ৪.০০ টা থেকে ৫.০০ টা পর্যন্ত রেজিস্ট্রারকৃত দলের যেকোনো একজন সদস্য এসে তাদের জন্য বরাদ্দকৃত লগ বুক বা পাখির নামের তালিকা বই, টিশার্ট ও ক্যাপ সংগ্রহ করতে পারবেন। এরপর আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিকাল ৫.০০ ঘটিকায় ঢাকা বার্ড রেস – ২০১৬ শুরু হবে যার সময়কাল পরবর্তী দিন ১৬ ই এপ্রিল বিকাল ৫.০০ ঘটিকা পর্যন্ত । লগ বুক বিকাল ৫ টার মধ্যে জমা দিতে হবে। প্রতিটা দলে ৩-৫ জন সদস্য থাকতে পারবেন এবং এই ২৪ ঘন্টা ব্যাপী ঢাকা শহর জুড়ে তাঁদের পছন্দ মতন জায়গায় পাখি দেখবেন । পাখি দেখার প্রমান স্বরূপ অংশগ্রহণকারী দলকে পাখির ছবি তুলতে উৎসাহ প্রদান করা হবে। তবে ছবি তোলা বাধ্যতামূলক নয় । যারা ছবি তুলবেন, তাঁদের থেকে বাছাইকৃত ছবি থেকে দিন শেষে সবথেকে নান্দনিক ছবির এবং দুর্লভ পাখির ছবির জন্য দুটি পুরষ্কার প্রদান করা হবে ( ছবিগুলো অবশ্যই রেসের সময়ের মধ্যে তুলতে হবে)। ১৬ ই এপ্রিল সন্ধ্যায় ঢাকা বার্ড রেসের সমাপনী উৎসব হবে। এতে সবাই ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময় করবেন।
ঢাকা বার্ড রেসের সময়সূচী ও যে কোন তথ্য পাবেন ফেসবুকের ঢাকা বার্ড রেস ২০১৬ ইভেন্ট পেইজে।
(https://www.facebook.com/events/1163720433647601/)
তবে আসুন আমরা পাখিদের বাঁচতে দেই , নিজে সচেতন হই, অন্যকে সচেতন করে তুলি। গড়ে তুলি সুস্থ , সুন্দর ও বাসযোগ্য ঢাকা শহর।
লেখক,
শিক্ষার্থী;
প্রাণিবিদ্যা বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।