নাম বিভ্রান্তি !!!

মোঃ সাইফুল ইসলাম

নাম মানুষকে বড় করে না কিংবা হয়ত শুনবেন কানা ছেলের নাম পদ্মলোচন। এই সকল কথার ভাবসম্প্রসারণ করতে গিয়ে অনেক লিখেছি। কারও নাম প্রিন্স রাখলেই সে প্রিন্স নয়। আবার আমাদের বাবা-মায়ের দেয়া কিছু নাম আছে যেগুলো শুনে বোঝার উপায় থাকে না যে সে ছেলে কি মেয়ে। এরকম নাম শুধু মানুষেরই নয় প্রাণীদেরও আছে। আজ এমনই কিছু প্রাণীর নামের সাথে পরিচয় করিয়ে দিব যাদের নামের সাথে মিল খুঁজতে গেলে ভুল করে ফেলবেন।

ফ্লাইং লেমুর: এদের নাম লেমুর বললেও এরা কিন্তু লেমুর নয়। আবার উড়ার জন্য কোন পাখাও নেই। উড়তেও পারেনা। কি অদ্ভুদ নয় নামটি? নিশাচর এই ফ্লাইং লেমুর যখন এক গাছ থেকে অন্য গাছে যায় তখন উড়ছে বলে মনে হয়।

flying lemur

ফ্লাইং ফক্স: ফক্স মানে শেয়াল। যার সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু ফ্লাইং ফক্স বলতে কি মনে করছেন? উরন্ত শেয়াল! আসলে তা নয়। ফ্লাইং ফক্স বলতে বোঝানো হয় ফলভোজী বাদুড় তথা Fruits Bat কে। বাদুড়ের মুখটা কিন্তু শেয়ালের মত।

Flying Foxes

অস্ট্রেলিয়ান সেফার্ড: এটি একটি কুকুরের জাত। দেখতে খুবই সুন্দর। নাম দেখে কি মনে হচ্ছেনা এটির উৎপত্তি অস্ট্রেলিয়ায়? আসলে পাঠক এর উৎপত্তি হচ্ছে ইউরোপে। অস্ট্রেলিয়ান বেস্কু নামক কুকুর জাতের সাথে বৈশিষ্ট্যে মিল থাকায় এই নাম দেয়া হয়েছে।

Australian Shepherd

রেড পান্ডা: প্রাণীটি দেখতে লাল সত্য। কিন্তু এই প্রাণীটির পান্ডার সাথে কোন মিল নেই।

red panda

সী লায়ন: সী লায়ন বা সমুদ্রের সিংহ নাম হলেও সিংহের সাথে মিল খোঁজা ঠিক হবে না। তবে এদের ঘাড়ে সিংহের মত কেশর থাকে।

মাউনটেইন গোট: বাংলায় অর্থ দাঁড়ায় পর্বত ছাগল। দেখতেও ছাগলের মত। এটি পর্বতে উঠতে পারে। কিন্তু এটি ছাগল নয়। এটি একটি এন্টিলপ বা হরিণ জাতীয় প্রাণী।

mountain goat
মাউনটেইন চিকেন: কি ভাবছেন! পর্বতের মুরগীর সাথে পরিচয় করিয়ে দেব? ভাবনায় ভুল হয়ে গেল। এটি মুরগী নয়। এটি একটি ব্যাঙ। তবে এর মাংস মুরগীর মাংসের মত স্বাদযুক্ত।

mountain chicken
লেখক- চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় (সিভাসু)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics