ঘূর্ণিঝড় মোরা (MORA) আপডেট (বাংলাদেশ সময় ভোর ৫ টা ৪৫ মিনিট)
মোস্তফা কামাল পলাশ- আবহাওয়া গবেষক
ঘূর্ণিঝড় মোরা (MORA) এর সম্মুখ্য ভাগ মহেশখালি ও কুতুবদিয়া দ্বীপের স্হাল ভাগ স্পর্ষ করা শরু করেছে। বাতাসের গতিবেগ প্রায় ১০০-১৩০ কিলোমিটার। তবে সবচেয়ে চিন্তার বিষয় কত ফুট উঁচু জলোচ্ছ্বাস আঘাত হানে উপকূলীয় এলাকায়। নিচে সংযুক্ত চিত্রটি জাপানের আবহাওয়া উপগ্রহ Himawari-8 থেকে সংগ্রহীত।