৭ নভেম্বর, ঢাবি'তে মেরিন কনজারভেশন ও ব্লু কার্বন বিষয়ক মুক্ত আলোচনা !

ফারজানা হালিম নির্জন

সমুদ্র নিয়ে জানার খুব ইচ্ছে তো? কত রহস্য লুকিয়ে রেখে সুবিশাল সমুদ্র আপন মহিমায় পৃথিবী নামক গ্রহে টিকে আছে গাম্ভীর্যের সাথে ! শুধু তাইই নয়, পরিবেশের ভারসাম্য রক্ষায়, পৃথিবীবাসীকে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য নীরবে-নিভৃতে মহা-মূল্যবান দায়িত্ব পালন করে যাচ্ছে সে। এসব ছাড়াও সমুদ্র সম্পর্কিত নানা অজানা গুরুত্বপূর্ণ বিষয় জানার সুযোগ মিলতে যাচ্ছে এইতো আর কিছুদিন পরেই। থাকছে মেরিন কনজারভেশন নিয়ে মুক্ত আলোচনা, সেই সাথে আরো থাকছে ব্লু কার্বন বিষয়ক স্পষ্ট আলোচনাও! আর এইসব জানা-অজানার রাজ্যে ডুব দেয়ার আগে জেনে নেয়া দরকার আসরের মধ্যমণি কে! ড. গার্থ ক্রিপ্স, যিনি মাদাগাস্কার থেকে ছুটে এসেছেন বঙ্গোপসাগরের সর্ব উত্তর প্রান্তের দেশ, বাংলাদেশে।

আসছে ৭ নভেম্বর, ২০১৫; ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্তিকা, পানি ও পরিবেশ’ বিভাগের গ্যালারী ঘরে ‘ফিউচার ইন মেরিন করজারভেশন অ্যান্ড ব্লু কার্বন; অ্যা ডিসকাশন উইথ গার্থ ক্রিপ্স’ শীর্ষক একটি মুক্ত আলোচনা অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। যৌথ উদ্যোক্তা হিসেবে কাজ করছে; বাংলাদেশের পরিবেশ বিষয়ক জনপ্রিয় ওয়েবপোর্টাল ‘এনভায়রনমেন্টমুভ ডট কম’ এবং সমুদ্র সম্পদ সংরক্ষণ ও সামুদ্রিক অর্থনীতি বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘সেভ আওয়ার সি’। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ড. গার্থ ক্রিপ্স। এই আয়োজনের পেছনে সার্বিক সহায়তা প্রদান করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘মৃত্তিকা, পানি ও পরিবেশ’ বিভাগের চেয়ারম্যান, অধ্যাপক ড. সিরাজুল হক সহ সম্মানিত শিক্ষকমন্ডলী এবং ছাত্র-ছাত্রীবৃন্দ। অনুষ্ঠানটি চলবে সকাল ১০ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত।
banner-02
সমুদ্র সংরক্ষণবিদ, ম্যানগ্রোভ বন ও ব্লু কার্বন ইকোনমি বিশেষজ্ঞ ইত্যাদি নানা বিশেষণে বিশেষায়িত ড. গার্থ ক্রিপ্স পাশাপাশি একজন শৌখিন আলোকচিত্রিও, যিনি আলোকচিত্রের মাধ্যমে পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণের কথা বলে থাকেন। ভারত মহাসাগরের সামুদ্রিক জীব এবং বর্তমান সামুদ্রিক পরিবেশ ও সমুদ্র অর্থনীতি নিয়ে নিরলস কাজ করে যাওয়া প্রতিষ্ঠান ‘ব্লু ভেনচার’ এর একজন অন্যতম বিশেষজ্ঞ এবং উপদেষ্টা হিসেবে তিনি কর্মরত আছেন।

দুর্যোগ প্রবণ ও জলবায়ু পরিবর্তনের উল্লেখযোগ্য শিকার এই বাংলাদেশের দারিদ্রপীড়িত সমুদ্র তীরবর্তী জনপদে বাস্তুতন্ত্রের ভারসাম্য ঠিক রেখে সামুদ্রিক সম্পদ আহরণ, সমুদ্র দূষণ উল্লেখযোগ্য হারে হ্রাসকরণ ও ম্যানগ্রোভ বনের উপর নির্ভরশীলতা কমিয়ে কিভাবে টেকসই উন্নয়ন তরান্বিত করা যায় সে বিষয়ে তরুণদের সাথে মতবিনিময় এই আয়োজনের একটি মূল লক্ষ্য। ড. গার্থ ক্রিপ্সের কাছে সভায় আগত দর্শকদের সমুদ্র বিষয়ক যেকোনো প্রশ্ন করার সুযোগ থাকবে। তাছাড়া, যারা সমুদ্র অর্থনীতি কিংবা মেরিন কনজারভেশন নিয়ে কাজ করার ইচ্ছে মনে মনে লালন করে বেড়ান, তাঁদের জন্য এক অসাধারণ সুযোগ এবং পাথেয় হতে পারে ড. গার্থ ক্রিপ্সের সাথে সরাসরি এই মুক্ত আলোচনার অনুষ্ঠানটি। এছাড়াও এনভায়রনমেন্টমুভ ডট কম এবং সেভ আওয়ার সি’তে কাজ করার সুযোগ তো থাকছেই। তরুণদের পাশাপাশি সববয়সী মানুষ উক্ত অনুষ্ঠানে আমন্ত্রিত। উল্লেখ্য, ড. ক্রিপ্সের সাথে আলোচক হিসেবে সেদিন আরো উপস্থিত থাকবেন, ‘ম্যানগ্রোভস ফর দ্যা ফিউচার’ (এমএফএফ) এর স্থানীয় সমণ্বয়ক ড. আনোয়ারা বেগম শেলী এবং সহকারি প্রকল্প ব্যাবস্থাপক এনামুল মজিদ খান সিদ্দিক।

আগামী ৭ নভেম্বর, ২০১৫, শনিবার, এই অসাধারণ মুক্ত আলোচনা অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক এবং আগ্রহী ব্যাক্তিদের সহজ-সাবলীল এক নিবন্ধনের মাধ্যমে আসন নিশ্চিত করার জন্য আহ্বান করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics