কুকুরের প্রথম উৎপত্তি হতে পারে মধ্য এশিয়ায়!

মোঃ সাইফুল ইসলাম

কুকুর সর্বাধিক বিস্তৃত একটি প্রাণি। হাজার হাজার বছর ধরে মানুষের পাশে থেকে বংশবিস্তার করে আসছে।

কুকুরের উৎপত্তি বন্য নেকড়ে থেকে যা শিকারী মানবরা ১৫০০০ বছর পূর্বে পোষ মানায়। বর্তমান এক গবেষণায় বলা হচ্ছে কুকুর প্রথম পোষ মানানো হয় এশিয়ার মঙ্গোলিয়ায় অথবা নেপালে। হাজার হাজার কুকুরের ডিএনএ বিশ্লেষণ করে এ তথ্য প্রকাশিত হয়েছে পিএনএএস জার্নালে।
NEPAL DOG

কর্নেল বিশ্ববিদ্যালয়ের ড. অ্যাডাম বয়কো এবং তার সহকর্মী ৪৬৭৬ টি স্বীকৃত বিশুদ্ধ জাতের কুকুর এবং মনুষ্য সমাজের আশপাশে বসবাসরত ৫৪৯ টি কুকুর নিয়ে অধ্যয়ন করেন।

কুকুরকে পোষ মানানো বা গৃহে পালন করার সূচনা বিশ্বের যে কোন স্থানে হতে পারে। কিন্তু আধুনিক কালের কুকুরের ডিএনএ পরীক্ষায় এই ধারণা টিকছে না। ড. বয়কো জানান, আমরা অনেক স্থানে কুকুরের পোষ মানানোর সূচনা হয়েছিল কিনা খোঁজ করেছি। কিন্তু তেমন কোন তথ্য পাইনি।

গবেষকরা ক্রোমোসোমে থাকা নিকট বৈশিষ্ট্যের জিন নিয়ে গবেষণা করেন। নিকটবর্তী জিনের জেনেটিক মার্কার থেকে তারা দেখতে পান কুকুর প্রথম পোষ মানানো হয়েছিল মধ্য এশিয়ায়।

পূর্বের অনেক গবেষণায় বলা হত কুকুরের উত্পত্তি হয়েছিল মধ্যপ্রাচ্য, পশ্চিম এশিয়া এবং ইউরোপে যা বর্তমান গবেষণায় ভুল প্রমাণিত হচ্ছে। বর্তমান গবেষণা বলছে, এর উৎপত্তি হয়তোবা মধ্য এশিয়াতেই সর্বপ্রথম! তবে ড. বয়কো এজন্য আরো গবেষণার প্রয়োজন আছে বলে জানান।

সূত্র: বিবিসি, ডেইলি মেইল, এবিসি নিউজ।  

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics