ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৩ দিন ব্যাপী “জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের” উদ্বোধন
লিসান আসিব খান
“ বন্যপ্রাণী ও পরিবেশ, বাঁচায় প্রকৃতি বাচাঁয় দেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হল ৩ দিন ব্যাপী জাতীয় পরিবেশ অলিম্পিয়াড।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের “এনভায়রনমেন্ট ক্লাব” অনেক দিন ধরেই কাজ করে যাচ্ছে পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতে। এরই ধারাবাহিকতায় গতকাল বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ৪র্থ বারের মত ৩ দিন ব্যাপী “জাতীয় পরিবেশ অলিম্পিয়াডের” উদ্বোধন করেন ঢাবির ভূগোল ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. হাফিজা খাতুন । এছাড়াও উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ড. এ কিউ এম মাহবুব। অলিম্পিয়াডের কনভেনর হিসেবে থাকছেন ভূগোল ও পরিবেশ বিভাগের সম্মানিত সহযোগী অধ্যাপক নাজমুন নাহার ।
গতকাল দুপুর ২টা থেকে শুরু হয় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন।প্রেজেন্টেশন চলে বিকেল ৪টা পর্যন্ত।বন্যপ্রাণী সংরক্ষণের ওপর ৩০টি পাওয়ার পয়েন্ট উপস্থাপন করেন দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আগত ছাত্র-ছাত্রীরা ।এছাড়া বিভিন্ন ধাপে অনুষ্ঠিত প্রতিযোগিতাটিতে থাকছে অংকন প্রতিযোগিতা, রচনা প্রতিযোগিতা এবং অলিম্পিয়াড ।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের পুরস্কৃত করা হবে । অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু ।