শাবিপ্রবি’তে চার বছর পূর্তি পালন করলো গ্রিন এক্সপ্লোর সোসাইটি
‘মানবতার জন্য শিখ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে ঠিক চার বছর আগে আজকের এই দিনে যাত্রা শুরু করেছিল শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি। আজকে সংগঠনটি সফলভাবে চারটি বছর শেষ করে পঞ্চম বছরে পদার্পণ করলো।
এ উপলক্ষে সকাল ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে সংগঠনটি সকল নির্বাহী ও সাধারণ সদস্য, প্রাক্তন সদস্যবৃন্দ, উপদেষ্ঠামন্ডলী এবং আজীবন সদস্যদেরকে নিয়ে একটি বর্ণাট্য র্যালীর আয়োজন করে, যা শিক্ষাভবন ‘ই’ তে গিয়ে আবার গ্রন্থাগারের সামনে এসে শেষ হয়। পরে, সবার উপস্থিতিতে কেক কেটে বর্ষপূর্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইংরেজি বিভাগের অধ্যাপক, সাবেক প্রক্টর ডঃ হিমাদ্রী শেখর রায়। আরও উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা স্থাপত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক কৌশিক সাহা, সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও আজীবন সদস্য মেহেদী হাসান রুবেল, সংগঠনের প্রাক্তন সভাপতি ও আজীবন সদস্য অনিমেষ ঘোষ,প্রাক্তন সাধারণ সম্পাদক রাফসান হোসাইন এবং বর্তমান সদস্যবৃন্দ। অনুষ্ঠানে হিমাদ্রী স্যার তার বক্তব্যে জিইএস এর বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এরকম ভালো ভালো কাজ করে যাওয়ার আশা ব্যক্ত করে কিছু কাজের পরামর্শও দেন। জনাব কৌশিক তার বক্তব্যে জিইএস’কে ৪র্থ বছর পূর্তির অভিনন্দন জানান এবং সংগঠনের বিভিন্ন জনসচেতনতামূলক কাজের প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে, সংগঠনের প্রাক্তন-নবীন সবাই একসাথে বসে সংগঠনটির চার বছরের পথচলা স্মৃতিচারণ করে।
উল্লেখ্য, প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত সংগঠনটি বিভিন্ন ধরণের সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করে আসছে, তার মধ্যে ‘গ্রিন ফেস্টিভাল’, স্কুল পর্যায়ে সচেতনতামূলক ক্যাম্পেইনিং, শাবিপ্রবি’র জীববৈচিত্র্যের তথ্য সংগ্রহে পরিচালিত কয়েকটি জরিপ, বিভিন্ন আলোচিত বিষয় নিয়ে সেমিনার এবং কর্মশালা আয়োজন করেছে। এছাড়া ক্যম্পাস ও ক্যম্পাসের বাইরে বিভিন্ন সময় বন্যপ্রাণী রক্ষা এবং অবমুক্ত করেছে।