শ্যালা নদীতে জাহাজ চলাচল নিষিদ্ধের সুপারিশ
মনিজা মনজুর
গত ৯ ডিসেম্বর শ্যালা নদীতে নোঙর করা সাউদার্ন স্টার-৭ নামের তেলবাহী জাহাজটি অপর একটি মালবাহী জাহাজের ধাক্কায় ডুবে যাওয়ার পর বুধবার নৌ পরিবহন মন্ত্রণালয় শ্যালা নদীতে সাময়িকভাবে সকল ধরনের জাহাজ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। আজ রবিবার স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, নৌ পরিবহন মন্ত্রণালয় এবং দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন বন ও পরিবেশ মন্ত্রণালয় এর উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম।
বৈঠকে ক্ষতিগ্রস্ত এই নদীপথে সব ধরনের জাহাজ চলাচলের উপর নিষেধাজ্ঞা জারির সুপারিশ করা হয়। কিন্তু নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান এক প্রেস ব্রিফিং এ বলেন, এখনই জাহাজ চলাচল সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা সম্ভব না। শ্যালা নদীর গতিপথ চট্টগ্রাম বন্দরে যাওয়ার একটি বিকল্প পথ। মংলা- ঘাসিখালী গতিপথটি ২০০৪ সাল থেকে পর্যাপ্ত নাব্যতার অভাবে বন্ধ রয়েছে। এই অবস্থায় শ্যালা নদীর গতিপথ যদি বন্ধ করে দেওয়া হয় তাহলে জল পরিবহন কে আরও ১০০ কিমি অতিরিক্ত পথ অতিক্রম করতে হবে। বন্ধ হয়ে যাওয়া গতিপথে ড্রেজিং এর কাজ চলছে বলে জানান মন্ত্রী। এ ব্যাপারে সরকারের আগ্রহের কথা জানতে চাইলে তিনি বলেন,” সুন্দরবন আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু মানুষের চাহিদার কথা আগে বিবেচনা করতে হবে”। ওদিকে আবদুল্লাহ আল ইসলাম বলেন , নদীতে তেল ছড়িয়ে পড়ায় পরিবেশের উপর এর বড় ধরনের প্রভাব পড়বে। নদী তীরবর্তী মানুষের জীবন-জীবিকার উপর ক্ষতিকর প্রভাব পর্যবেক্ষণে কাজ করবে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। যে কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি মোকাবেলায় স্বাস্থ্য মন্ত্রণালয় কে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া নিঃসৃত তেল সংগ্রহের জন্য আরও ৫০০ টি নৌকা ভাড়া নেয়ার সিদ্ধান্ত হয়। গতকাল থেকে বন বিভাগ এর উদ্যোগে ১০০ টি নৌকা দিয়ে এই তেল অপসারনের কাজ চলছে বলে জানান আবদুল্লাহ আল ইসলাম। তেল নিঃসরনে ক্ষয়ক্ষতির প্রভাব কিরূপ হবে তা খতিয়ে দেখতে বন ও পরিবেশ মন্ত্রণালয় এর অতিরক্ত সচিব মোঃ নুরুল ইসলাম কে প্রধান করে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। তেল অপসারণে সরকার কোনো বিদেশী সাহায্য নেয়ার কথা ভাবছে কি না জানতে চাইলে তিনি বলেন, “এই মূহুর্তে সরকার কোনো সাহায্যের কথা ভাবছে না, যদি প্রয়োজন হয় তবে তা পরবর্তীতে ভেবে দেখা হবে”। আজকের সভায় শ্যালা নদী ও এর আশপাশের এলাকায় ছড়িয়ে পড়া যে তেল স্থানীয়রা সংগ্রহ করছেন, এর ক্রয়মূল্য বাড়ানোরও সুপারিশ করা হয়েছে। এদিকে জাহাজডুবির পাঁচ দিন পর আজ রোববার সকালে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের শ্যালা নদীর জয়মনির বাদামতলা এলাকা থেকে তেলবাহী জাহাজের চালক (মাস্টার) মোখলেসুর রহমানের (৫০) লাশ উদ্ধার করা হয়।