শাবিপ্রবি-তে প্রকৃতি বিষয়ক প্রামাণ্য চিত্র নির্মাণের উপর দিনব্যাপী কর্মশালা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শনিবার প্রামাণ্য চিত্র নির্মাণের উপর দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ বিষয়ক একমাত্র সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি কর্মশালাটির আয়োজন করবে।

শাবিপ্রবির একাডেমিক ভবন ‘এ’ এর গ্যালারী রুমে শনিবার সকাল ১০টা থেকে দিনব্যাপী কর্মশালাটি শুরু হবে। পরিচালনায় থাকবেন এস.এ. টিভির সম্পাদক শিপন হালদার এবং সিলেট প্রধান জনাব আব্দুল আলিম শাহ। কর্মশালাটির টেকনিক্যাল সেশনে অংশগ্রহণকারীদের হাতে কলমে প্রামাণ্য চলচ্চিত্র নির্মাণের উপর প্রশিক্ষণ দেওয়া হবে।11146346_1036953479667114_3251374702497763176_o
উক্ত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ আমিনুল হক ভুঁইয়া এবং গ্রিন এক্সপ্লোর সোসাইটির উপদেষ্টাগণ।
উল্লেখ্য, গত ৫ এপ্রিল থেকে গ্রিন এক্সপ্লোর সোসাইটির আয়োজনে বিশ্ববিদ্যালয়ে শুরু হওয়া গ্রিন ফেস্টিভ্যাল ১২এপ্রিল এই প্রামাণ্য চিত্র নির্মাণ বিষয়ক কর্মশালাটির মাধ্যমে সমাপ্ত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics