শাবিপ্রবি’তে প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণ নিয়ে ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র সেমিনার অনুষ্ঠিত
এনভায়রনমেন্টমুভ ডেস্ক
শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ বরাবরই পরিবেশ সম্পর্কে সবাইকে সচেতন করতে বিভিন্ন ধরণের কার্যক্রমের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রকৃতিপ্রেমী এ সংগঠনটি এবার আয়োজন করল ‘বাংলাদেশে জীববৈচিত্র্য সংরক্ষণ’ শিরোনামে ভিন্নধর্মী একটি সেমিনারের।
এতে প্রধান ভাষ্যকার হিসেবে উপস্থিত ছিলেন ‘ক্যারিনাম’ বাংলাদেশের সি.ই.ও ডঃ এস.এম.এ. রশিদ এবং ‘বাংলাদেশ পাইথন প্রজেক্ট’ এর প্রতিষ্ঠাতা শাহরিয়ার সিজার রাহমান। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও ‘লোক প্রশাসন’ বিভাগের সহযোগী অধ্যাপক মাহমুদ হাসান, ‘বন ও পরিবেশ’ বিভাগের অধ্যাপক ডঃ এ.জেড.এম মনজুর রশিদ ,সহকারী অধ্যাপিকা মাহমুদা শারমিন, প্রভাষক নুসরাত ইসলাম, ‘বায়োক্যামিস্ট্রি এন্ড মলিকিউলার বায়োলজি’ বিভাগের প্রভাষক পায়েল বড়ু্যা, মোঃ কাওসার খান এবং ‘ভূগোল ও পরিবেশ’ বিভাগের সহকারী অধ্যাপক রনি বসাক। আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন সংগঠনটির প্রাক্তন নির্বাহী সদস্য আফসানা হোসাইনি, বন্যপ্রাণী গবেষক তানিয়া খান, ‘ভূমিসন্তান বাংলাদেশের’ সমন্বয়ক আশরাফুল কবির।
ক্যাম্পাসের ‘শিক্ষা ভবন- এ’ এর গ্যালারী রুমে ৫ নভেম্বর,২০১৫; বুধবার বিকেল ৫টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। এতে যৌথভাবে উপস্থাপনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক মেহেদী হাসান মজুমদার রাজন এবং সহকারী প্রকাশনা সম্পাদক তাসনিমা মুকিত রিহা। প্রথমেই উপস্থাপকগণ তাদের সংগঠনের সংক্ষিপ্ত পরিচয় এবং ভাষ্যকারদের পরিচয় তুলে ধরেন সবার মধ্যে। পরবর্তীতে ডঃ এস.এম.এ রশিদ উনার বক্তব্যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় স্বাধীনতার আগে থেকে এখন পর্যন্ত জীববৈচিত্র্য সংরক্ষণে যে সব কার্যক্রম পরিচালনা করা হয়েছে তার সম্পর্কে সবাইকে অবহিত করেন। এরপর চা বিরতির পরে শাহরিয়ার সিজার রাহমান তাঁর উপস্থাপনা শুরু করেন। তিনি তাঁর উপস্থাপনায় বাংলাদেশের বিভিন্ন বৈচিত্রময় ও বিলুপ্তের আশংকাজনক প্রাণী সম্পর্কে সবাইকে জানান এবং এদের ধীরে ধীরে বিলুপ্ত হওয়ার কারণগুলো এবং কীভাবে তাদেরকে সংরক্ষণ করা যায় তা সবার মাঝে তুলে ধরেন।
পরিশেষে, সভাপতি ও আজীবন সদস্যদের উপস্থিতিতে ভাষ্যকার দুইজনকে সম্মাননা স্মারক প্রদান করেন এ.জেড.এম মনজুর রশিদ স্যার এবং উপস্থিত সবাইকে ফ্রেমবন্দি করে স্ন্যাক্স প্রদানের মাধ্যমে সভাপতি অর্চিশমান দত্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।