শাবিপ্রবি’তে প্রথমবার ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র প্রকৃতি বিষয়ক ব্যাঙ্গচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত
শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ সম্পর্কিত একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ বরাবরই প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের জন্য সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় এবার তারা আয়োজন করলো ভিন্নধর্মী ব্যাঙ্গচিত্র প্রদর্শনীর যা শাবিপ্রবি ক্যাম্পাসে প্রথম।
সপ্তাহব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন শাবিপ্রবি’র উপাচার্য প্রফেসর ডঃ মোঃ আমিনুল হক ভূঁইয়া। এসময় আরো উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা, পুর ও পরিবেশ কৌশল বিভাগের প্রধান প্রফেসর ডঃ মোঃ জহির বিন আলম ও নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোঃ জাবেদ কায়সার ইবনে রহমান। এছাড়া শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন বন ও পরিবেশ বিভাগের অধ্যাপক এবং সংগঠনটির আজীবন সদস্য সৌরভ দাস ও নুসরাত ইসলাম এবং সংগঠনের সদস্য ও শুভানুধ্যায়ীরা।
উপাচার্য আমিনুল হক উদ্বোধনী বক্তব্যে বলেন, “গ্রিন এক্সপ্লোর সোসাইটি এর আগেও পরিবেশ বিষয়ক জনসচেতনতামূলক নানা আয়োজন করেছে এবং এটি আমার ৪র্থ বারের মতো ওদের অনুষ্ঠান উদ্বোধন করতে আসা ।” তিনি সংগঠনটির ভূয়সী প্রশংসা করেন এবং উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানটি সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দারুণ উদ্দীপনা তৈরি করে। প্রদর্শনীর বিভিন্ন চিত্রগুলোর কোনটাতে ফুটিয়ে তোলা হয় বন উজাড়ের বাস্তব চিত্র, আবার কোনটায় দেখানো হয়েছে বাংলাদেশের জাতীয় পশু ‘রয়েল বেঙ্গল টাইগার’ এর আর্ত চিৎকার। বৃহস্পতিবার পর্যন্ত চলে এই প্রদর্শনী।