বন্য প্রাণী সংরক্ষণের লক্ষে গ্রিন এক্সপ্লোর সোসাইটি এর অভিযান
শাবিপ্রবি র একমাত্র পরিবেশ বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি এর প্রকৃতি ও পরিবেশ নিয়ে সচেতনতা সৃষ্টি এবং প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের পাশাপাশি বন্য প্রাণী সংরক্ষণের উদ্যোগ নেয়। এরই অংশ হিসেবে গ্রিন এক্সপ্লোর সোসাইটি প্রশাসনের সহযোগিতায় সিলেট নগরীর রিকাবি বাজার এর রথের মেলায় অতিথি পাখি বেচা-কেনা বন্ধ করে । সর্বশেষ ধারাবাহিকতায় ১৮ই মার্চ মঙ্গলবার বানর সংরক্ষণের অভিযান চালায় সংগঠনটি।
বন্য প্রাণীর মধ্যে যে প্রজাতির প্রাণী আমরা বেশি দেখতে পাই তার মধ্যে বানর একটি। কিন্তু প্রতিনিয়ত আমারা এই বানর প্রজাতিকে নানা ভাবে বিলুপ্তির দিকে ঠেলে দিচ্ছি । কখনও বড় মাপের বিজ্ঞানীরা তাদের ব্যবহার করছে প্রানিবিজ্ঞানের অজুহাতে,কখনো আবার দরিদ্র মানুষেরা তাদের ব্যবহার করছে দৈনন্দিন জীবিকা অর্জনের জন্য ।
তেমনি সিলেটের শাবিপ্রবি-র গাজী কালুর মাজারে এই অনন্য নিরিহ প্রাণীটিকে ব্যবহার করা হচ্ছে মানুষের মনরঞ্জনের জন্য । এমনটি তথ্য তাদের কাছে আসে । সাথে সাথে জি-রেসকিউ এর চিফ সুব্রত বর্ধন গ্রিন এক্সপ্লোর সোসাইটির অন্যান্য সদস্যদের নিয়ে অভিযান চালান । গাজী কালুর মাজারের আসেপাশের মানুষের সাথে কথা বলেন এবং তাদেরকে বানরের উপকারিতা সম্পর্কে অবহিত করেন ।
স্থানীয় মানুষ বানরের উপকারিতা সম্পর্কে জানার পর গ্রিন এক্সপ্লোর সোসাইটি এর সদস্যদের কাছে প্রশ্ন রাখেন যদি তারা এমনটা কোথাও দেখতে পান তবে কিভাবে তাদেরকে অবহিত করবেন । এই প্রশ্নের জবাবে সংশ্লিষ্ট সদস্যের সেল ফোন নাম্বারে যোগাযোগের জন্য অনুরোধ করেন। বন্য প্রাণী সংরক্ষণের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে ০১৮২০৪০২০৬১ , ০১৬৮৫০৬১৮৭৮ যোগাযোগ করতে আহবান জানান সোসাইটির সদস্যরা।