রোববার থেকে শাবিপ্রবি'তে গ্রিন ফেস্টিভাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র উদ্যোগে আগামি ৫ এপ্রিল থেকে ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের অর্জুনতলায় আয়োজিত যাচ্ছে গ্রিন ফেস্টিভাল। ৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় অনুষ্ঠানটির উদ্বোধন করবেন শাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া।
গ্রিন এক্সপ্লোর সোসাইটি পরিবেশ নিয়ে সবার মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করে থাকে এবং এর পাশাপাশি প্রকৃতি নির্ভর বিভিন্ন গবেষণা পরিচালনা করে থাকে। এছাড়াও প্রকৃতি নিয়ে বিভিন্ন তথ্যচিত্র তৈরিতে কাজ করে। বন্য প্রানি অধিকার সংরক্ষনেও সংগঠনটি কাজ করে আসছে। শুধু শাবি ক্যাম্পাসের ভেতরেই সীমাবদ্ধ নেই সগঠনটির কাজের পরিধি। উক্ত সংগঠনটি সবার মাঝে পরিবেশ নিয়ে সচেতনটা বৃদ্ধি করার জন্য এবং পরিবেশ নিয়ে সবার মাঝে আগ্রহ সৃষ্টি করার লক্ষে প্রতিবছরের ন্যায় এবারও আয়োজন করতে যাচ্ছে ‘গ্রিন ফেস্টিভাল’।
শাবিপ্রবি’র অর্জুনতলায় আয়জিত এই উৎসবটি ৫ তারিখ হতে প্রতিদিন সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত চলবে। উক্ত উৎসবে থাকবে হাওরের পাখি’র ছবির প্রদর্শনী, রিসাইকেল্ বা পুনঃব্যবহারযোগ্য কাগজ দিয়ে বানানো বিভিন্ন পণ্যসামগ্রীর প্রদর্শনী, বিভিন্ন ধরনের গাছের চারার মেলা, গ্রিন সাস্ট কেম্পেইন এবং পরিবেশ বিষয়ে ডকুমেন্টরি ফিল্ম বা তথ্যচিত্র নির্মাণ বিষয়ক কর্মশালা। এই উৎসবের আরেকটি উল্লেখযোগ্য আকর্ষণ হল, এই উৎসবের মাঝেই নেওয়া হবে সবুজের ভালবাসায় সেচ্ছাসেবী একদল নতুন সদস্যদের-কে।
সংগঠনের সভাপতি হাসান আহমেদ জানান, দেশের যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে গ্রিন ফেস্টিভালে অংশগ্রহণ করতে পারেন যে কেও। ফেসবুকে গ্রিন এক্সপ্লোর সোসাইটির পেজের মাধ্যমে এবং গ্রিন ফেস্টিভাল ইভেন্ট পেজে বিস্তারিত জানা যাবে এই ইভেন্ট সম্পর্কে। এছাড়াও গ্রিন এক্সপ্লোর সোসাইটির ওয়েব সাইটের মাধ্যমেও সর্বশেষ আপডেট পাওয়া যাবে।
যোগাযোগ করতে, ইমেইলঃ info@greenexploresociety.org | ফোনঃ 01685061878| এবং ওয়েবসাইটঃ www.greenexploresociety.org