শাবিপ্রবিতে চলছে গ্রিন ফেস্টিভাল
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর একমাত্র প্রকৃতি ও পরিবেশ বিষয়ক সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ এর উদ্যোগে ৫ এপ্রিল থেকে শুরু হয়েছে সবুজ উৎসব। ৫ এপ্রিল সকাল ১০ ঘটিকায় এর উৎসব এর উদ্বোধন করেন শাবিপ্রবি’র উপাচার্য অধ্যাপক ড. আমিনুল হক ভুইয়া।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সাধারণ মানুষের মধ্যে প্রকৃতির প্রতি ভালবাসা এবং পরিবেশ সংরক্ষণের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সবুজ উৎসবের আয়োজন করেছে গ্রিন এক্সপ্লোর সোসাইটি। উৎসবে আছে বিভিন্ন প্রজাতির ফুল এবং অর্নামেন্টাল গাছের চারা নিয়ে বৃক্ষ মেলা, হাওড়ের পাখির উপরে আলোকচিত্র প্রদর্শনী, পুরাতন প্লাস্টিক এবং কাগজ এর রিসাইকেল করে তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী, ‘গ্রিন সাস্ট ক্যাম্পেইন’ শিরনাম এ শাবিপ্রবি তে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, এবং প্রকৃতি, পরিবেশ এবং বন্যপ্রাণী নিয়ে তথ্যচিত্র তৈরি বিষয়ক কর্মশালা।
এছাড়া এই সবুজ উৎসবের মধ্য দিয়ে ই শাবিপ্রবি এর সবুজ পরিবার এ নতুন সদস্য নিয়োগ কার্যক্রম চলবে। এই সবুজ উৎসব আগামি ১১ এপ্রিল পর্যন্ত চলতে থাকবে।