লেড ইন নিউ এনামেল হাউজ হোল্ড পেইন্টস ইন বাংলাদেশ ২০১৫ প্রতিবেদন প্রকাশ

পরিবেশ ও জনস্বার্থ রক্ষায়  সকল প্রকার রং-এ  সীসার ব্যবহার বন্ধ করা এবং এ  ব্যাপারে সকলকে সচতেন  হবার আহবান জানিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এসডোর চেয়ারপার্সন সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি বলেন ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পরিবেশ ও সুস্বাস্থ্য নিশ্চিত করার লক্ষে আমাদের সকলকে  উদ্যোগী হয়ে সীসা দূষণ রোধ করতে হবে।

শনিবার, জাতীয়  প্রেসক্লাবে অনুষ্ঠিত  “লেড ইন নিউ এনামেল হাউজ হোল্ড পেইন্টস ইন বাংলাদেশ ২০১৫” র্শীষক জাতীয় প্রতিবেদন  প্রকাশনা অনুষ্ঠানে  অতিথি বক্তৃতায়  তিনি এ কথা বলেন।এনভায়রনমেন্ট অ্যান্ড সোসাল ডেভেলপমেন্ট র্অগানাইজেশন-এসডো,  আইপেন এবং ইউরোপিয়ান ইউনিয়ন যৌথ ভাবে এই অনুষ্ঠানরে আয়োজন  করে।

মাননীয় মন্ত্রী বলেন বাংলাদেশের  রঙে  সীসার ব্যবহার বন্ধে নীতি ও আইন প্রণয়ন ও এর বিকল্প ব্যবহারকে উৎসাহিত করা এবং জনসচনেতার জন্য এসডোর বিভিন্ন র্কাযক্রমকে তিনি স্বাগত জানান। তিনি আরও বলেন জাতীয় র্পযায়ে সীসার উপর এইধরনের পরিপূর্ণ প্রতিবেদন সরকারের জন্য নীতি নির্ধারণে গুরুত্বর্পূণ ভূমিকা রাখবে। এসডো সীসার উৎপাদন, আমদানি ও বাণজ্যি উপর নিযন্ত্রণে সরকারকে যে খসড়া “নীতিমালা” প্রদান করছে, তিনি তা উত্সাহিত করেন।ESDO-1
প্রকাশিত প্রতিবেদনে উল্লখে করা হয় বাংলাদেশে উৎপাদিত, আমদানিকৃত সকল রঙ-এ মাত্রাতিরিক্ত সীসা রয়েছে তবে কিছু বহুজাতিক ও দশেীয় কোম্পানির এনামেল পেইন্টে সীসার উপস্থিতি তুলনামূলক কম পাওয়া গেছে। বাংলাদশেে বিক্রিত ৮৫% রং-এ  সীসার  মাত্রা   ৬০০ পপিএিম, কেবল মাত্র পাঁচটি ব্রান্ডের রঙ-এ  সীসার  মাত্রা ৯০  পপিএিম এর  নীচে রয়েছে।

প্রতিবেদনের মূল বিষয়ের ওপর বক্তব্য রাখেন এসডোর সেক্রেটারী  জেনারেল ড. শাহরিয়ার হোসেন । তিনি বলেন এসডো যৌথভাবে রঙ -এ সীসার উপস্থিতি নিয়ে ২০১০,২০১২,২০১৩ এবং ২০১৪ সালে চারটি পৃথক গবেষণা ও ল্যাবরেটরী পরীক্ষা সম্পন্ন করেছে। ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে এসডো সীসামুক্ত রঙ উৎপাদনে বাংলাদেশে রঙ প্রস্ততকারক দেশী ও বিদেশী ছোট ও মাঝারী এবং বহুজাতীক কোম্পানির সাথে গবেষণার ফলাফল নিয়ে আলোচনার মাধ্যমে তাদেরকে সীসামুক্ত রঙ উৎপাদনে সম্মত করতে সক্ষম হয়েছে এবং এর ফলে ইতিমধ্যেই বেশকিছু বহুজাতিক এবং দেশীয় রঙ প্রস্তুুতকারক কোম্পানি সীসামুক্ত রঙ উৎপাদন বাজার জাতকরণ শুরু করেছে। যার ফলস্বরূপ ২০১৪ সালের গবেষণার প্রতিবেদন অনুযায়ী কিছু বহুজাতিক কোম্পানির এনামেল পেইন্টে সীসার উপস্থিতি তুলনামূলক কম পাওয়া গেছে।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সরকারের সাবেক সচিব ও এসডোর চেয়ারপারসন সৈয়দ মার্গুব মোর্শেদ। তিনি বলেন,”সীসার দূষণ রোধে বিশ্বব্যাপী রঙে সীসার ব্যবহার বন্ধ করার লক্ষ্যে প্রচারণা এবং আন্তর্জাতিক নীতি নির্ধারণের কাজ চলছে। এরই ধারাবিকতায় এসডো ২০০৯ সাল থেকে বভিন্নি ধরনের জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এছাড়াও এসডোর সাথে যৌথভাবে বাংলাদেশ রং প্রস্তুুতকারক সমিতি (পেইন্টস ম্যানুফ্যাকচারার অ্যাসোসিয়েশন বি.পি.এম.এ ) এ ব্যাপারে সচেতনতা মূলক কার্যμম শুরু করেছে এবং বাজারে বিμয়কৃত রঙে সীসার পরিমাণ ৫০ পিপিএম, এর মধ্যে  রাখতে সমতিরি সদস্যদরে সম্মত করেছে।  সীসাযুক্ত রঙ উৎপাদন ও ব্যবহার বন্ধে এসডো ইতমিধ্যে একটি  খসড়া নর্দিশেকিা অনুলিপি প্রনয়ন করেছে।

অনুষ্ঠানে অধ্যাপক ডঃ আবু জাফর মাহমুদ বলেন সীসাযুক্ত রং ব্যবহারে বাংলাদেশে স্বাস্থ্য ঝুকি বৃদ্ধি পেয়েছে।তিনি বলেন শিশুরা সবচেয়ে  বেশি  সীসার বিষাক্ততার শিকার হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics