আইএফডিসি গবেষণাঃ গ্রিনহাউস গ্যাসের উৎস ধান !!!

জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস গ্যাস এই শব্দগুলো বর্তমানে আমাদের কাছে বেশ পরিচিত। এমনকি এই ঘটনাগুলোর জন্য আমাদের কোন কোন ‘অবদান’ দায়ী সেটিও আমাদের কাছে খুব একটা অপরিচিত নয়। কিন্তু সম্প্রতি গবেষকগণ এমন একটি তথ্য দিয়েছেন, যা আমাদের নতুন করে অনেক কিছু ভাবতে বাধ্য করছে।

গতকাল শেষ হওয়া ইন্টারন্যাশনাল ফারটিলাইজার ডেভেলপমেণ্ট সেন্টার  (IFDC) আয়োজিত দুদিনব্যাপী এক কর্মশালায় বিজ্ঞানীরা গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য ধানক্ষেতকেও দায়ী করেছেন। তথ্যটি সকলকেই কিছুটা অবাক করেছে। আর করবেইবা না কেন? যেখানে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব রয়েছে ধান উৎপাদনের ক্ষেত্রে, সেখানে কিনা ধানের উৎপাদন প্রক্রিয়া নিজেই দায়ী জলবায়ু পরিবর্তনের অন্যতম নিয়ামক গ্রিনহাউস গ্যাস নির্গমনের জন্য!Rice Field in Malaysia

ইন্টারন্যাশনাল রাইস রিসার্চ ইন্সিটিউট (IRRI) এর জ্যেষ্ঠ বিজ্ঞানী ওয়াসম্যান জানান, বাংলাদেশের মোট গ্রিনহাউস গ্যাস নির্গমনের ২১ শতাংশ হয়ে থাকে ধানক্ষেত থেকে। এর কারণ হিসেবে কর্মশালায় উপস্থিত বিজ্ঞানীরা দায়ী করেছেন মূলত কৃষকদের  অকার্যকর ও অপরিকল্পিত রাসায়নিক সার ব্যাবহারকে। এইসব রাসায়নিক সার থেকে নাইট্রাস অক্সাইড ও নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় এবং বায়ুমণ্ডলে এই গ্যাসগুলোর পরিমাণ বাড়িয়ে দেয়।

কর্মশালায় গবেষকগণ ‘শস্য ব্যবস্থাপনা’র বিভিন্ন আধুনিক উপায় সম্পর্কেও আলোচনা করেছেন। অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) এবং ফারটিলাইজার ডিপ প্লেসমেণ্ট (FDP); এই দুটি আধুনিক পদ্ধতি গ্রিনহাউস গ্যাস নির্গমনের হার অনেকটাই কমিয়ে দেয়। FDP পদ্ধতিতে রাসায়নিক সার মাটির কিছুটা গভীরে থাকায় বায়ুমণ্ডলে খুব একটা প্রভাব ফেলতে পারবে না। উক্ত কর্মশালায় বিজ্ঞানী ওয়াসম্যান অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং (AWD) এবং ফারটিলাইজার ডিপ প্লেসমেণ্ট (FDP) পদ্ধতির ইতিবাচক বিভিন্ন দিক সম্পর্কে আলোকপাত করেন।agriculturesector

ইন্টারন্যাশনাল ফারটিলাইজার ডেভেলপমেণ্ট সেন্টার  (IFDC) এর ডেপুটি চীফ  ইয়াম কান্তা গায়েরে  ইউরিয়া ডিপ প্লেসমেণ্ট (UDP)  পদ্ধতির উপরেও গুরুত্ত আরোপ করেন। তিনি জানান, এই পদ্ধতিতে নাইট্রোজেন নির্গমনের হার প্রায় ৩৫ শতাংশ পর্যন্ত কমে যাবে। সেই সাথে ধানের উৎপাদনও ২০ শতাংশ বাড়বে বলে তিনি জানান।

এনভাইরনমেন্টমুভ ডট কম ডেস্ক

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics