প্রকৃতির সৌন্দর্যঃ কুমিরের শিকারে চিতার কামড়!

হুমায়রা হেদায়েত

ধরুন আপনি কোনো রাজ্যের রাজা। আপনার রাজ্যের কোনো প্রজা কর না দিয়ে দেদারছে পণ্য ভোগ করছে, এটা অবশ্য আপনি মেনে নিতে চাইবেন না। নিশ্চয়ই চাইবেন যে কোনো উপায়ে কর আদায় করতে। শুধু আপনি নন, এটা সকল প্রাণির ক্ষেত্রেও প্রযোজ্য। যেমনটি করেছে জাম্বিয়ার লুয়াঙ্গুয়া ন্যাশনাল পার্কের এক চিতা। ভরদুপুরে তার রাজ্যের একদল কুমির তাকে না দিয়ে জলজ্যান্ত শিকার ধরে খাচ্ছে, এ যেনো তার সহ্য হলো না। সে তার রাজ্যের ‘কর’ পেতে এক প্রকার যুদ্ধ ঘোষনা করে বসলো।

2A31AD0B00000578-0-image-m-74_1435933690061

বিষয়টা একটু খুলেই বলছি। প্রানিদের অভয়ারণ্যের স্বর্গ জাম্বিয়ার লুয়াঙ্গুয়া ন্যাশনাল পার্কে সম্প্রতি এক বিরল ঘটনা চোখে পরেছে। একদল দৈত্যাকার  কুমির যখন puku শিকার করে তাদের মধ্যাহ্ন ভোজের জন্য তৈরি হচ্ছিলো  , ঠিক সেই মুহূর্তে একচোখা বিশিষ্ট এক  চিতা তাদের কাছ থেকে শিকারটি কেড়ে নেবার দুরন্ত সাহস দেখায়। পনেরটি দৈত্যাকার কুমিরের মাঝে সে একাই খাদ্য যুদ্ধে লিপ্ত হয়। অন্যদিকে বিনামূল্যে খাবার পেতে কিছু সুযোগ সন্ধানী শকুনেরও উপস্থিতি ছিল। এদিকে একচোখা চিতা বারবার পরাক্রমশালী দৈত্য সদৃশ কুমিরের মুখ থেকে মৃত puku ছিনিয়ে নেবার ব্যর্থ চেষ্টা চালতে থাকে।  পরপর তিনবার ব্যর্থ চেষ্টার পর চিতাটি প্রস্থান করে।

2A31AD6300000578-0-image-a-68_1435932518198

ফটোগ্রাফার মাইক কার্ন যে কিনা এই বিরল মুহূর্তের চিত্রটি ধারন করেছেন। তার মতে, ‘একদল কুমির ও শকুনকে এড়িয়ে গিয়ে বীরদর্পে দৈত্যাকার কুমিরের মুখ থেকে চিতাটির শিকার ছিনিয়ে নেয়ার দৃশ্যটি সত্যিই অবিশ্বাস্য’।

2A31ACFD00000578-3148601-image-m-76_1435934418864

সাফারি কোম্পানির মার্কেটিং ডিরেক্টর মাইন্ডি রবার্টস বলেন, ‘এটি একটি চমৎকার ও অবিশ্বাস্য দৃশ্য। এক চোখ থাকা সত্বেও চিতাবাঘটি পনেরটি কুমিরের বিরুদ্ধে গিয়ে শিকার ছিনিয়ে আনার চরম সাহসিকতা দেখায়’।

2A31AD0700000578-3148601-image-m-77_1435934563795

এই দুনিয়াতে বিচিত্র ঘটনার অভাব নাই। সচারাচর এমন ঘটনা চোখে পরে খুবই কম। ডেইলি মেইল অনলাইন থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics