চিনে নিন মৃত্তিকার জাতঃ পর্ব- ২
গত পর্বের আলফিসল(Alfisol) পাঠ শেষে আজ আমরা জানবো দ্বিতীয় জাতের মাটির কথা।
এন্ডিসলস (ANDISOLS)
জাপানী ‘এন্ডো’ শব্দের অর্থ ‘কালো’। আগ্নেয়গিরির অগ্ল্যুৎপাত, লাভা থেকে উৎপন্ন ভস্ম হতে গঠিত হওয়া খনিজ পদার্থ ধীরে ধীরে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে এন্ডিসল তৈরী হয়। খনিজগুলো দূর্বল গঠনের হলেও প্রচুর পরিমানে পানি এবং পুষ্টি উপাদান ধরে রাখতে পারে। যার ফলে এই মাটি অতি উৎপাদনশীল এবং উর্বর। মধ্যম থেকে অধিক বৃষ্টিপাত প্রবন অঞ্চলে এই মাটি দেখা যায়। ঢালু জায়গায় এই মাটি থাকলে তা অধিক পরিমানে ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি।
‘রিং অফ ফায়ার’ (আন্দিজ-আলাস্কা-জাপান-ইন্দোনেশিয়া-নিউজিল্যান্ড), আফ্রিকার রিফট ভ্যালী এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলের দেশগুলোতে এন্ডিসল দেখা যায়। পৃথিবীর বরফহীন জমির মাত্র ১ ভাগ এই বর্গের অন্তর্ভুক্ত।
মোঃনাঈম হাসান মুন্না।
বরিশাল বিশ্ববিদ্যালয়
মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান।