'শহর আমার, দায়িত্ব আমার' শীর্ষক প্রচারাভিযান চালানো হলো ফার্মগেট এলাকায়

এনভায়রনমেন্টমুভ ডেস্ক

ফার্মগেট পার্কের দুরাবস্থা দুরীকরণে নাগরিকদেরকে সাথে নিয়ে মেয়রকে উদ্যোগ নিতে হবে। ফার্মগেটের মতো ব্যস্ত ও জনসমাগমপূর্ণ স্থানে ফার্মগেট পার্কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু যত্রতত্র ময়লা আবর্জনা, অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতাসহ নানা সমস্যায় পার্কটি সাধারণ মানুষের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। পার্কের ব্যবহারকারী হিসেবে তাদের দায়িত্বশীলতার প্রতি আহ্বান জানিয়ে গতকাল ৪ জুন ২০১৫, বৃহস্পতিবার, সকাল ১১টায় ফার্মগেট পার্কে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) ও বারসিক যৌথভাবে এক প্রচারাভিযান চালায়। ‘শহর আমার, দায়িত্ব আমার’ এই আহ্বানে প্রচারাভিযানের উদ্বোধনের মাধ্যমে শুধু ফার্মগেট পার্ক নয়, সারাদেশের পরিবেশ উন্নয়নে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানানো হয়।

unnamed (1)

তেজগাঁও কলেজের একদল শিক্ষার্থী ফার্মগেট পার্কটি রক্ষায় দায়িত্বশীল ভূমিকা নেবার প্রতিশ্রুতি জানান। প্রচারাভিযানের উদ্বোধন করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান এবং সামগ্রিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারসিকের কর্মসূচী কর্মকর্তা ফেরদৌস আহমেদ উজ্জ্বল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বারসিকের সমন্বয়কারী সৈয়দ আলী বিশ্বাস, এবিএম তৌহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম, শিল্পী বৈদ্য, পবার সহ-সম্পাদক মো: নজরুল ইসলাম, পরিবেশ উন্নয়ন সোসাইটির সভাপতি বোরহান উদ্দিন, গ্রীণমাইন্ড সোসাইটির সভাপতি আমির হাসান প্রমুখ। বক্তারা বলেন, শহরকে সবুজময় রাখা, দূষণমুক্ত রাখা, নিরাপদ রাখা শুধু সরকার বা সিটি কর্পোরেশনের নয় বরং সকলেরই দায়িত্ব। ব্যক্তি বা পরিবারের নিজস্ব দায়িত্ববোধের জায়গা প্রসারিত করে নাগরিক হিসেবে দায়িত্ব সকলকেই পালন করতে হবে, তা যত ক্ষুদ্রই হোক না কেন। আমরা প্রত্যেকেই পরিবেশ রক্ষায় আমাদের ন্যূনতম দায়িত্ব পালন করলে আমাদের এই শহরও বাসযোগ্য হয়ে উঠতে থাকবে। ফার্মগেট পার্কটি বিভিন্ন সময়ে নানা ধরণের অনুষ্ঠানের মাধ্যমে জনসাধারণের ব্যবহারের অনুপযোগী থাকে। ঐসব অনুষ্ঠানের সময় পার্কটি সার্বিকভাবে ক্ষতিগ্রস্থ হয়। জনসাধারণের প্রবেশাধিকার থাকে না, পার্কের বৃক্ষ কেটে ফেলা হয় বিভিন্নভাবে পার্কটি ক্ষতির সম্মুখীন হয়। পার্কটি সরেজমিন পর্যবেক্ষণে দেখা যায় যে, পার্কের পশ্চিম দিক গাছশূণ্য হয়ে গেছে, অনেক গাছ মরে যাচ্ছে। গাছগুলো মৃত্যুর কারণ অনুসন্ধান করতে কোন পদক্ষেপ নেয়া হয়নি। স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় যে, ফার্মগেটের মতো জনসমাগমপূর্ণ এলাকার এই পার্কটি সন্ধ্যার সাথে সাথে নিরাপত্তাহীন হয়ে পড়ে। মাদক সেবী ও ছিনতাইকারীদের দৈরাত্ম বেড়ে যায়। এখানকার নিরাপত্তা ব্যবস্থা নেই। মহানগরী ঢাকায় যখন একটু ফাঁকা জায়গার ভীষণ অভাব সেখানে ফার্মগেট পার্কটি আর্শিবাদ হিসেবে কাজ করতে পারে। সকল বয়সীদের শরীরচর্চা, বিনোদনসহ পরিবেশ উন্নয়নে পার্কটির দুরাবস্থা দূরীকরণে জনসাধারণের সচেতনতার মাধ্যমে দায়িত্বশীল ভূমিকা যেমন একদিকে জরুরী তেমনিভাবে পার্কটি রক্ষায় মেয়রকে কার্যকরী উদ্যোগ গ্রহণ করতে হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics