সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে "প্রাধিকার" এর নতুন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষিত

গত রবিবার ৩১ আগস্ট সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের একমাত্র প্রাণী অধিকার রক্ষা বিষয়ক সংগঠন প্রাধিকারের নিয়মিত সভায় সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হলো।  আকাশ খাসনোবিস হলেন নয়া সভাপতি আর মোঃ আজিম হোসেন অভিকে সাধারন সম্পাদকের দায়িত্ব দেয়া হলো।

এছাড়াও সহ-সভাপতি পদে শাহেদ আহমেদ তাপাদার, নুপুর ধর, মিথুন দাশ, অপূর্ব বর্মন, যুগ্মসাধারন সম্পাদক পদে বিশ্বজিত ভৌমিক, তন্বী ওয়াহাব , চামেলি আক্তার, হারুন-অর-রশিদ, ফারহান রফিক নিকো,কোষাধ্যক্ষ মোস্তাকিম ফেমাস , সহ-কোষাধ্যক্ষ পদে রিয়াদুল ইসলাম রিয়াদ, শাকের আহমেদ,সাংগঠনিক সম্পাদক (বন্যপ্রাণী) পদে সৌমিক দেব, শাহরুল আলম , সাংগঠনিক সম্পাদক (ডমেস্টিক) পদে অনুপ চৌধুরী, বিনায়ক শর্মা, সাংগঠনিক সম্পাদক (মৎস্য) পদে সুদীপ্ত সরকার পার্থ , সুব্রত মোস্তাফি ,জনসংযোগ বিষয়ক সম্পাদক পদে মঞ্জুর আহমেদ, জাফরিন তানভী, আইন বিষয় সম্পাদক পদে রনি ভূপাল, ইফফাত আরা বিপাশা,   মানবসম্পদ বিষয়ক সম্পাদক পদে আব্দুল মজিদ উজ্জ্বল, রাজু কৈরি , কার্যকরী সদস্য পদে শামীমা শাম্মী, পারমিতা ঘোষ, ফারজানা ইয়াসমিন পপি, শুভাগত ভট্টাচার্য, কনাদ দেবনাথ, মোঃ শাহেদ রেদয়ান এবং মোহাইমিনুল ইসলাম নিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।IMG_20140831_182841

এসময় প্রাধিকারের সাবেক ও প্রতিস্টাকালীন সভাপতি ডাঃ রাহুল দাশ তালুকদার ও সাধারন সম্পাদক জয় প্রকাশ রায় সহ উপদেষ্টাদের মধ্যে ডাঃ জামাল উদ্দিন ভূঁইঞা, ডাঃ তিলক চন্দ্র নাথ, সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপদেষ্টারা নতুন কমিটিকে আরো গতিশীল ও প্রাণি অধিকার সংরক্ষনে অবদান রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় বিগত দুই বছরে প্রাধিকারের বিভিন্ন অর্জনসমূহ তুলে ধরেন সাবেক সহ-সভাপতি শাওন দত্ত। এরপর সমাপনি বক্তব্যে প্রাধিকারের সাবেক সভাপতি রাহুল দাস তালুকদার বিগত দুইবছরের নানা অভিজ্ঞতা তুলে ধরেন এবং বন্যপ্রাণী সংরক্ষণ সম্পর্কে সমাজের সব পর্যায়ের মানুষকে সচেতন করা এবং বন্যপ্রাণী সংরক্ষণে দায়িত্বশীলদের আন্তরিক ভূমিকা পালনে সচেষ্ট হতে সবাইকে আহবান করেন।

Related Articles

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics