প্রজাপতির নাম তামটঃ জীবন যেভাবে শুরু…
রঙে-ছন্দে আর বর্ণে প্রজাপতি মানেই মনে আনন্দের দোলা। ছোট শিশু কি বৃদ্ধ সব বয়সের মানুষের কাছেই প্রজাপতি আনন্দের বার্তাবাহক। বাংলাদেশে পাওয়া যায় ৪০০ এর বেশি প্রজাতির প্রজাপতি। আজকের আয়োজনে তামট বা Plain Tiger নামক প্রজাপতির এক বিশেষ মুহূর্ত দেখে নেয়া যাক। তামট এর বৈজ্ঞানিক নাম Danaus chrysippus এটি বাংলাদেশের সর্বত্র দেখতে পাওয়া যায়। এই প্রজাপতির বিশেষ মুহূর্তের ছবি ধারণ করেছেন কিশোর প্রকৃতিপ্রেমী অরুণাভ ব্রুনো।
ছবি বড় আকারে দেখতে ছবির উপরে ক্লিক করুন।