ভরা প্রাণে ডানা মেললো ভূবন চিলটি
গত ২৫ আগস্ট বৃহস্পতিবারের বিকেলের ঝড়ো হাওয়ায় তাল সামলাতে না পেরে শহুরে ইটের দালানে আঘাতপ্রাপ্ত হয়ে সিলেট নগরীর জিন্দাবাজারের রাজা ম্যানশনের ছাদে পড়ে যায় একটি ভূবন চিল। একটি চিলের জন্য রাজা ম্যানশনের ব্যবসায়ীরা মহানুভবতা দেখিয়েছেন।
ইনডিপেন্টডেন্ট নিউজের সিলেট ব্যুরো চিফ আল আজাদ ও রাজা ম্যানশনের ব্যবসায়ী সাজন খবর দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রাণী অধিকার ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক শিক্ষার্থীদের সংগঠন প্রাধিকার ও ভূমিসন্তান বাংলাদেশকে। খবর পেয়ে পাখিটি উদ্ধারে ছুটে যান প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী, হিউম্যান রিসোর্স সেক্রেটারি মাহদী রাহি ও ভূমিসন্তান বাংলাদেশের সমন্বয়কারী আশরাফুল কবির।
“পাখিটির ডান ডানা ও মাথায় আঘাতপ্রাপ্ত ছিল। আমরা প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর সেরে উঠে। সেবা-শুশ্রুষা দেওয়ার পর পর্যবেক্ষন করে অবমুক্ত উপযুক্ত মনে হওয়ায় আজ বিকেলে এম সি কলেজ মাঠে অবমুক্ত করি।”- বলছিলেন প্রাধিকারের সভাপতি মনজুর কাদের চৌধুরী।
পাখিটির সেবা-শুশ্রুষায় আরও ছিলেন প্রাধিকারের সদস্য নাজমুল ইসলাম মানিক, মাহদী রাহি ও রিফাত ।
“আমরা চাই শকুনের মতো যেন আর কোন পাখির অবস্থা না হয়। বেঁচে থাকুক আমাদের চিলগুলো। তাদের বাঁচাতে কোটি টাকার প্রজেক্টের যেন দরকার না হয়।”- বলছিলেন ভূমিসন্তান বাংলাদেশের প্রাণ আশরাফুল কবির।
আজ বিকেলে এম সি কলেজ মাঠে অবমুক্তের সময় আরও উপস্থিত ছিলেন আনিস মাহমুদ, মামুন হোসাইন , সাকিব আহমেদ মিঠু। তারা সবাই রাজা ম্যানশনের ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।