রিসাইক্লিং নিয়ে শাবিপ্রবি’তে ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র কর্মশালা অনুষ্ঠিত
শাবিপ্রবি’র প্রকৃতি ও পরিবেশ নিয়ে কাজ করা একমাত্র সংগঠন ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’ প্রকৃতি ও পরিবেশের সংরক্ষণে বিভিন্ন ধরণের অনুষ্ঠান আয়োজন করে থাকে। তারই ধারাবাহিকতায় প্রকৃতিপ্রেমী এই সংগঠনটি এবার একটি ভিন্নধর্মী কর্মশালার আয়োজন করে, যেখানে দেখানো হয় আমাদের প্রাত্যহিক জীবনের ফেলে দেয়া ছোটখাটো জিনিষ দিয়ে কিভাবে বিভিন্ন মূল্যবান প্রয়োজনীয় এমনকি সৌন্দর্যবর্ধক অনেক জিনিষ বানানো যায়।
ক্যাম্পাসের শিক্ষাভবন- ‘এ’ এর ৪১১ নং রুমে বিকাল ৩ টার দিকে অনুষ্ঠানটি শুরু হয়। এতে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রাক্তন সদস্য বন ও পরিবেশ বিভাগের শিক্ষার্থী সুদীপ্তা সিনহা এবং অতিথি প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ‘অনন্যা’স কালেকশন’ এর সিইও অনন্যা দাস গুপ্তা। শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক নুসরাত জাহান কলি।
সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাজন সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন। পরে নুসরাত জাহান কলি তার বক্তব্যে ‘রিসাইক্লিং’ নিয়ে অনুপ্রেরণামূলক কথা বলেন এবং এর পরই সুদীপ্তা সিনহা এবং তার দল কর্মশালার প্রথম পর্ব শুরু করেন। সেখানে কয়েকটি মৌলিক বিষয় সম্পর্কে সবাইকে ধারণা দেন এবং কয়েকটি পণ্য সবাইকে হাতে-কলমে বানানো শিখান।
আমন্ত্রিত অতিথি বিভিন্ন ধরণের আকর্ষণীয় কয়েকটি পণ্য তৈরি করে সবাইকে দেখান এবং কিভাবে বানাতে হয় সেটাও সবাইকে শেখান।
সবশেষে অংশগ্রহণকারী সবাই নুসরাত জাহান ও অতিথি প্রশিক্ষকের হাত থেকে প্রশংসাপত্র ও সিডি গ্রহন করেন এবং সভাপতি অর্চিশমান দত্ত সমাপনী বক্তব্য প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।