বায়ু দূষণের মাত্রা চরমে; বেইজিং এ রেড এলার্ট!

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্ব জলবায়ু সম্মেলন শেষ হওয়ার ৫ দিনের মাথায় গ্রীন হাউস গ্যাস নিঃসরণের শীর্ষে থাকা দেশ চীনের বেইজিং শহরে ‘রেড এলার্ট’ জারি করা হয়েছে। যেখানে গত ২ ডিসেম্বর চীনের মন্ত্রিসভা ঘোষণা দিয়েছে আগামী ২০২০ সালের মধ্যে বিপদজনক সবধরণের নিঃসরণ ৬০% কমিয়ে নিয়ে আসবে সেই দেশেই শহরের বাসিন্দাদের ঘরের বাইরে বের হোয়ার উপর কড়া নিষেধাজ্ঞা আড়প করেছে দেশটির সরকার।

Desktop10
বায়ু দূষণের মাত্রা অতিক্রম হয়ে এখন শহরের আকাশে কালো মেঘের ছায়া। গবেষকরা বলছেন, এটি কার্বন-ডাই-অক্সাইড, সালফার-ডাই-অক্সাইড গ্যাস সহ যানবাহন এবং কলকারখানা থেকে বের হওয়া বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী গ্রীন হাউস গ্যাসগুলোর জন্যই ধোয়া ও কুয়াশার সংমিশ্রণে কালো মেঘে পরিণত হয়েছে। ধারণা করা হচ্ছে এই আলোক ধোঁয়াশাটি মঙ্গলবার পর্যন্ত স্থায়ী হবে। শহরের অধিবাসীদের বায়ু দূষণ থেকে রক্ষা করার জন্য চীন সরকার এরই মধ্যে কানাডার কাছ থেকে বিশুদ্ধ বাতাস কিনে নিয়েছে! প্রত্যেকটি ৭.৭ লিটার বাতাসের জন্য ২০ ডলার করে দিতে হবে একজন চীনা নাগরিককে যা সে দেশের বোতলজাত খাবার পানির ৫০ গুন বেশি দামী!

the-smog-in-china-is-so-bad-that-people-are-actually-buying-bottled-air-from-canada

যদিও বাতাস বিক্রি করার বুদ্ধিটি কিন্তু ইন্টারনেটে এসেছিল পুরাটাই ফাজলামো হিসেবে! Vitality Air এর সহ প্রতিষ্ঠাতা মস ল্যাম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে এসব বলেন। তিনি ও তার বন্ধুরা চীনের রেড এলার্ট দেখে অনলাইনে বিশুদ্ধ বাতাস বিক্রি করার দুষ্টামি করেন কিন্তু প্রথম ৪ দিনের মধ্যেই ৫০০ বোতল বিশুদ্ধ বাতাস বিক্রি করা হয় চীনে

আরো দেখান

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics