গাইবান্ধার বন্যাকবলিত রবিদাস জনগোষ্ঠীর মাঝে “আমরা রবিদাস সন্তান” এর ত্রাণসামগ্রী বিতরণ

গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সদর উপজেলাধীন বিভিন্ন এলাকায় বন্যাকবলিত রবিদাস জনগোষ্ঠীর মাঝে ত্রাণসামগ্রী বিতরণ সম্পন্ন করেছে সেচ্ছাসেবী সংগঠন “আমরা রবিদাস সন্তান” এর সদস্যবৃন্দ।

IMG_20160804_112305

গতকাল সকাল থেকে শুরু করে সারাদিনব্যাপী ও আজ দুপুর পর্যন্ত দুদিনব্যাপী এ কার্যক্রমে উপস্থিত ছিলেন হোয়াটস্ অ্যাপ গ্রুপের মাধ্যমে গড়ে ওঠা সেচ্ছাসেবী সংগঠন “আমরা রবিদাস সন্তান” এর উপদেষ্টা জামলাল রবিদাস, বাংলাদেশ রবিদাস উন্নয়ন পরিষদ-কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক শিপন রবিদাস প্রাণকৃষ্ণ, “আমরা রবিদাস সন্তান” এর কোষাধ্যক্ষ আদুরী রবিদাস, টাঙ্গাইল জেলা প্রতিনিধি বিশ্বনাথ রবিদাস, গাইবান্ধা জেলা প্রতিনিধি সামলাল রবিদাস, সুজন রবিদাস, সাধন রবিদাস, রতন রবিদাস প্রমুখ ।

IMG_20160804_142241
সংগঠনের প্রতিনিধিদল ফুলছড়ি উপজেলাধীন পশ্চিম ছালুয়া, দক্ষিণ কাঠুর, কাঠুর, পূর্ব উদাখালী, উদাখালী, কাতলামারী, বাদিয়াখালী এবং গাইবান্ধা সদর উপজেলাধীন ফুলবাড়ী, ত্রিমোহণী পিয়ারাপুর, নিউব্রীজ, মিয়াপাড়া, কুঠিপাড়া ইত্যাদি এলাকায় ঘুরে ঘুরে বানভাসি পশ্চাদপদ ১৫০ এর বেশি রবিদাস পরিবারের স্বল্পআয়ের মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন । এর মধ্যে ছিল বন্যায় ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারে দুই কেজি চিড়া, আধা কেজি চিনি, ২টি স্যালাইন ও ১টি করে দিয়াশলাই ।

IMG_20160804_142254
এসময় আয়োজক সংগঠনের প্রতিনিধিগণ বলেন, “সম্প্রতি বন্যার পানি বৃদ্ধির দরুণ সারাদেশের অন্যান্য জনগোষ্ঠীর মতো পশ্চাদপদ রবিদাস জনগোষ্ঠীর স্বল্পআয়ের মানুষেরা চরমাবস্থার মধ্য দিয়ে দিনাতিপাত করছে। এমন সংকটময় মুহুর্তে আমাদের সকলের সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া মানবিক দায়িত্বের মধ্যেই পড়ে। গাইবান্ধা জেলার ফুলছড়ি ও সদর উপজেলার উপরোক্ত এলাকার বন্যাকবলিত রবিদাসদের মাঝে সহযোগিতার জন্য কেউ এখনো এগিয়ে আসেনি। আমরা কতিপয় স্বেচ্ছাসেবী ও উৎসাহী ব্যক্তির সাধ্যমত সহযোগিতার মাধ্যমে তাদের ত্রাণ সামগ্রী বিতরনের প্রচেষ্টা চালাচ্ছি।” এক্ষেত্রে সমাজের বিত্তবান ও সংবেদনশীল অংশকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানান সংগঠনের প্রতিনিধিগণ ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics