সুনীল সমুদ্রতলে বাংলাদশের চােখ

বঙ্গোপসাগরতলে টানা তিন বছর চলমানচিত্র ধারণ করার পর, সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি বিষয়ক উদ্যোগ ‘সেভ আওয়ার সি’ সোমবার মুক্তি দিলো প্রামাণ্যচিত্র্য ‘কিলিং দি ফিউচার। http://bit.ly/1os5LDM এটি ‘বেঙ্গল ব্লু’ সিরিজের প্রথম প্রামাণ্যচিত্র।
প্রামাণ্যচিত্রটি সোমবার বিকাল চারটায় ঢাকার রাশিয়ান সাংস্কৃতিক কেন্দ্রে উদ্বোধন করেন তথ্যমন্ত্রী জনাব হাসানুল হক ইনু। সেভ আওয়ার সি’র প্রধান নির্বাহী মোহাম্মদ আরজুর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন সংগঠনের উপদেষ্টা শাজাহান মৃধা বেণু, সভাপতি একেএম ফজলুল হক মজুমদার, বাংলাদেশ পরিবেশবাদী আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ডা. আবদুল মতিন এবং ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচারের (আইইউসিএন) কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ জনাব ইশতিয়াক উদ্দিন আহমাদ।
উদ্বোধনী বক্তৃতায় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘সাগরতলের প্রামাণ্যচিত্রটি বাংলাদেশে সমুদ্রসম্পদের ব্যবস্থাপনার পথে মাইলফলক হয়ে থাকবে।’ তিনি বলেন, ‘এমন বেসরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে সরকারও সমান তালে এগিয়ে চলবে।’10492064_324831041017653_7890651767706063086_n
মন্ত্রী বলেন, ”বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মত এই প্রথম ব্যাপক সরকারি উদ্যোগ শুরু হচ্ছে সামুদ্রিক পরিবেশ ও অর্থনীতি কেন্দ্র করে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের নেতৃত্বে বর্তমান সরকার মিয়ানমার ও ভারতের সঙ্গে সমুদ্রসীমানার বিরোধ নিষ্পত্তি করেছে। এখন এই সুনির্দিষ্ট সমুদ্রসীমানার মধ্যে আমাদের জীববৈচিত্র্য ও অন্যান্য সমুদ্রসম্পদের বিষয়ে জ্ঞান, অনুসন্ধাণ, সংরক্ষণ ও আহরণ সবই বাড়াতে হবে।’
প্রামাণ্যচিত্রটির নির্মাতা প্রতিষ্ঠান সেভ আওয়ার সি’র তরফে জানানো হয়, ‘বঙ্গোপসাগরের প্রবাল বসতি আমরা কেনো ধ্বংস করে চলেছি ? এবং এই ধ্বংসযজ্ঞের ফলে বাংলাদেশের কোটি মানুষের ভবিষ্যতে কি প্রভাব পড়বে ? এই দুই প্রশ্নের জবাব আমরা খুঁজতে চেষ্টা করেছি প্রামাণ্যচিত্রে।
অনুষ্ঠানে সেভ আওয়ার সির প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রামাণ্যচিত্রটির নির্মাতা মোহাম্মদ আরজু বলেন, ‘স্থলভাগে বাংলাদেশের কোটি কোটি মানুষের জীবনযাত্রার মান কেমন হবে, তা নির্ভর করে বঙ্গোপসাগরের ওপর। এখানকার আবহাওয়া, পরিবেশ, কৃষি, অর্থনীতি ও খাদ্য-পুষ্টির অন্যতম প্রধান নিয়ন্ত্রক বঙ্গোপসাগর। ফলে এই সাগরের বিষয়ে আরো জানাশোনা এবং এর সঙ্গে মানুষের সম্পর্ক বৃদ্ধিতে গুরুত্ব দিচ্ছি আমরা।’
উদ্বোধনীতে অনুষ্ঠানে পরিবেশ বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, উন্নয়নকর্মী, নাগরিক সংগঠন ও বেসরকারি সংস্থাগুলোর নেতৃবৃন্দসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চলচ্চিত্রপ্রেমীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে আগত অতিথিরা মনযোগী হয়ে উপভোগ করছেন প্রামাণ্যচিত্র; কিলিং আওয়ার ফিউচার।  ছবিঃ সেভ আওয়ার সি
অনুষ্ঠানে আগত অতিথিরা মনযোগী হয়ে উপভোগ করছেন প্রামাণ্যচিত্র; কিলিং আওয়ার ফিউচার।
ছবিঃ সেভ আওয়ার সি

পরে ২৫ মিনিটের প্রামাণ্যচিত্রটি প্রদর্শন করা হয়। সেভ আওয়ার সি’র সভাপতি একেএম ফজলুল হক মজুমদার বলেন, ‘দুর্ভাগ্যজনকভাবে সাগরের বাস্তুসংস্থানের ভারসাম্য খুব দ্রুত ভেঙে পড়ছে। নানা প্রজাতি হারিয়ে যাচ্ছে, প্রবাল বসতি ধ্বংস হচ্ছে। এসবের প্রভাবে আসলে ঠিক ঘটছে সাগরতলে? এসব প্রশ্নের জবাব খুঁজে পেতে ‘বেঙ্গল ব্লু’ সিরিজে মোট ২৭টি প্রামাণ্যচিত্র তৈরি করা হবে পৃথক পৃথক বিষয়ে।’ এই সিরিজের প্রথম প্রামাণ্যচিত্র হিসেবেই ‘কিলিং দি ফিউচার’ মুক্তি পাচ্ছে।
আরো তথ্যের জন্য ওয়েবসাইট www.saveoursea.social ও ফেসবুক পাতা fb.com/bongoposagar দেখুন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics