বন বিভাগের অভিযানঃ নিরাপদে ৬ সাপ

মিরপুর-২ এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালীন সময়ে আজ বেলা ১১.০০ টায় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার কর্মকর্তারা রাস্তার পাশে একজন বেদেকে সাপের খেলা দেখানো অবস্থায় দেখতে পেয়ে ০৪টি বাক্স সহ দারাজ সাপ (Indian Rat Snake) – ২ টি, লাউডগা সাপ (Common Vine Snake) – ২ টি, গোখরা সাপ (Monocled Cobra) – ১ টি, বালু বোড়া সাপ (Common Sand Boa) – ১ টি সহ মোট ৬ টি সাপ উদ্ধার করতে সমর্থ হোন। অভিযান পরিচালনাকারী দলের প্রধান মো: সোহেল রানা – হারপেটোলোজিস্ট, নিগার সুলতানা ও আব্দুল্লাহ-আস-সাদিক জানান বেদেনী তাঁদের দেখে সাপ ফেলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে; পরবর্তীতে সাপগুলো জব্দ করা হয়। ঢাকাস্থ মিরপুর-১,২,১০,১১,১২,১৩,১৪ এলাকায় অবৈধভাবে বন্যপ্রাণী ক্রয়, বিক্রয় রোধকল্পে বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে তাঁরা নিয়মিত অভিযান পরিচালনা করছেন বলে জানান। সাপগুলো বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়, মহাখালী, ঢাকায় নিয়ে আসা হয়। জব্দকৃত সাপগুলো বিভাগীয় বন কর্মকর্তা, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকা এর নির্দেশে ভাওয়াল জাতীয় উদ্যান, গাজীপুরে অবমুক্ত করা হবে। এই বিষয়ে একটি ইউ.ডি.ও.আর মামলা দায়ের করা হয়েছে।DSCN7432

সোহেল রানা জানান, বন্যপ্রাণী পরিবেশের অবিচ্ছেদ্য অংশ এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ আবদান রাখে। মূলত: আবাসস্থল ধ্বংসের কারণে সাপের অস্তিত্ব এখন হুমকির মুখে। সাপ ধরা, খেলা দেখানো, নিজের অধিকারে রাখা, হত্যা, আমদানি, রপ্তানি, ক্রয়-বিক্রয় করা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন,২০১২ এর ৩৪ (খ) ধারা অনুযায়ী দন্ডনীয় অপরাধ হওয়া সত্ত্বেও কেউ কেউ শখের বসে এবং অনেকে ভ্রান্ত ধারণার বশবর্তী হয়ে দীর্ঘ জীবন লাভের উদ্দেশ্যে মাঝে মাঝে পরিবেশ বান্ধব সাপ ক্রয় ও বিক্রয় করে থাকে। এর ফলে দেশের জীববৈচিত্র্য সর্বোপরি পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। মানুষের মধ্যে সচেতনতার অভাবে দেশের বিভিন্ন এলাকায় এখনো সাপ শিকার/নিধন অব্যাহত রয়েছে। ক্রেতা-বিক্রেতারা মাঝে মাঝে অবৈধভাবে সাপ ক্রয়-বিক্রয় করে এবং বিদেশে পাচার করে থাকে। এভাবে নিধন হলে এক সময় বাংলাদেশ থেকে অনেক প্রজাতির সাপই বিলুপ্ত হয়ে যাবে। DSCN7454

এই কর্মকর্তা জানান ভবিষ্যতে বন্যপ্রাণী বাঁচাতে তাঁদের আরও জোরদার অভিযান পরিচালনার পরিকল্পনা রয়েছে এছাড়াও এ ব্যাপারে সাধারণ জনগণকে আরও সচেতন হয়ে এগিয়ে আসার আহবান জানান পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics