আমাজনে বসছে জলবায়ু পর্যবেক্ষণ টাওয়ার
ব্রাজিল সরকার খুব সম্প্রতি তৈরী করতে যাচ্ছে জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ সুউচ্চ টাওয়ার। বিশ্বের সবচেয়ে বড় বন বা মহাবন আমাজন বৃষ্টিবন বা রেইনফরেস্টে তৈরী হতে যাচ্ছে এই সুউচ্চ টাওয়ার। দৈত্যাকার এই টাওয়ারটির উচ্চতা হবে প্রায় ৩২৫ মিটার।
জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণের জন্য উপযুক্ত আধুনিক যন্ত্রপাতি এতে সংযুক্ত থকবে। এসব যন্ত্র এই অঞ্চলের তাপমাত্রা, পানি, মেঘ সৃষ্টি, কার্বন শোষণ ও আবহাওয়া -সংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করবে। টাওয়ারটির নাম ‘দি আমাজন টল টাওয়ার অবজারভেটরি’। ব্রাজিলের ন্যাশনাল ইন্সটিটিউট অব আমাজন রিসার্চ এবং জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইন্সটিটিউটের যৌথ উদ্যোগে এই প্রকল্পটি বাস্তবায়ন হতে যাচ্ছে।
বায়ুমণ্ডল থেকে টন টন গ্রীন হাউজ গ্যাস শোষণ করে থাকে ব্রাজিলের আমাজন রাইনফরেস্ট। তাই আমাজন জঙ্গলকে বেছে নেয়া হয়েছে এই অবজারভেটরি টাওয়ার তৈরীর স্থান হিসেবে। এটি সুউচ্চ বিশিষ্ট হওয়ায় এর মাথার সমতলে প্রায় কয়েকশ কিলোমিটার পর্যন্ত বায়ুমণ্ডলের জলবায়ু পরিবর্তনের নিয়ামক সমুহের তথ্য ও উপাত্ত সংগ্রহ করতে পারবে। এই রকম আরো একটি অবজারভেটরি টাওয়ার রয়েছে সাইবেরিয়াতে, যা ২০০৬ সালে নির্মাণ করা হয়েছিল।