শাবিপ্রবিতে প্রামান্য চিত্র নির্মানের উপর কর্মশালা অনুষ্ঠিত
আজ শনিবার শাবিপ্রবি’র পরিবেশ ও প্রকৃতি বিষয়ক সংগঠন গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেলো “বেসিক ভিডিওগ্রাফি’র উপর দিনব্যাপী কর্মশালা। উক্ত কর্মশালার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ডঃ হিমাদ্রি শেখর রায়। এসময় উপস্থিত ছিলেন কর্মশালার প্রশিক্ষক জনাব শিপন হালদার এবং জনাব আব্দুল আলিম শাহ।
আয়োজক সূত্রে জানা যায়, প্রকৃতি বিষয়ে সচেতনতা তৈরিতে প্রামান্যচিত্র বিশেষ ভূমিকা পালন করে বলে প্রতি বছর গ্রিন এক্সপ্লোর সোসাইটি প্রামান্যচিত্র তৈরির উপর কর্মশালার আয়োজন করে থাকে। মূলত কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে প্রকৃতি বিষয়ক প্রামান্যচিত্র নির্মাণকৌশলের উপর হাতে কলমে শেখানো হয়। এ ব্যাপারে সংগঠনের সভাপতি হাসান আহমেদ বলেন, ‘প্রকৃতি রক্ষার ব্যাপারে সচেতনতার লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে এই ধরনের আয়োজন আরো অব্যাহত থাকবে’।
উদ্বোধনকালে অধ্যাপক ডঃ হিমাদ্রি শেখর রায় বলেন, ‘গ্রিন এক্সপ্লোর সোসাইটি’র এইধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রকৃতি নিয়ে কাজ করার ব্যাপারে উৎসাহ আরো বাড়িয়ে দিবে’। এছাড়া কর্মশালার অন্যতম প্রশিক্ষক জনাব শিপন হালদার বলেন, ‘প্রকৃতি রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব, সেটা প্রকৃতি বিষয়ে ডকুমেন্টারি তৈরির মাধ্যমে প্রকৃতি সংরক্ষনের বার্তা আমরা সকলের মাঝে ছড়িয়ে দিতে পারি’।
কর্মশালা শেষে অংশগ্রহনকারীদের মধ্যে সনদপত্র প্রদান করেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সভাপতি মেহেদি হাসান রুবেল, কর্মশালার প্রশিক্ষক শিপন হালদার ও আব্দুল আলিম শাহ, সংগঠনের ৩য় কার্যনির্বাহী কমিটির সভাপতি হাসান আহমেদ ও সাধারন সম্পাদক রিদোয়ান চৌধুরী।