টঙ্গি থেকে ৩৩টি বন্য প্রাণী উদ্ধার : একজনের সাজা

DSCN0112

টঙ্গি বাজার এলাকা থেকে আজ দুপুরে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে ৩৩টি বন্য প্রাণী । বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট ও RAB-1 এর যৌথ অভিযানে এসব প্রজাতির বন্যপ্রাণী উদ্ধার করা হয় ।

এসময় আরও উপস্থিত ছিলেন বন্য প্রাণী অপরাধ নিয়ন্ত্রন ইউনিটের পরিচালক অসিত রঞ্জন পাল ও উপ পরিচালক মদিনুল আহসান ।আটককৃত আসামির কাছ থেকে ২টি বানর , ১২টি সবুজ টিয়া , ১টি লালবুক টিয়া , ৩টি সবুজ ঘুঘু  , ৩টি তিলা ঘুঘু্‌  , ৫টি ধবল ঘুঘু, ২টি রাজ ঘুঘু  এবং ৪টি  মুনিয়া পাওয়া যায় ।পরে আটককৃত আসামি গোলাপ হোসেনকে RAB-1 নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো:ফিরোজ আহমেদ ২০,০০০ টাকা জরিমানা করেন।পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক অসিত রঞ্জন পাল পাখিগুলো প্রকৃতিতে অবমুক্ত করেন।

DSCN0111

এ বিষয়ে বন্য প্রাণী পরিদর্শক আবদুল্লাহ আস সাদী এনভাইরনমেন্টমুভডটকমকে কে জানান, বন্য প্রাণীর নিরাপদ ও মুক্ত জীবন নিশ্চিত করা ও তাদের রক্ষার দায়িত্ব আমাদেরই। এসব বন্য প্রাণীদের  শিকারির কবল থেকে বাঁচাতে যেমন আইনের কঠোর প্রয়োগ জরুরি তেমনি জনসচেতনতা সৃষ্টি করাও একান্ত প্রয়োজন। আমরা দেখতে চাই আর একটি বন্য প্রাণী  যেন নিধন করা না হয়। তারা নির্ভয়ে বিচরণ করুক এই দেশে। বন্য প্রাণীর  জন্য অভয়ারণ্য হয়ে উঠুক বাংলাদেশ।

P_20160417_135013

প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা-২০১২ আইনানুযায়ী বন্য প্রাণী ধরা, শিকার বা হত্যা দণ্ডনীয় অপরাধ । এই ধরণের অভিযান নিয়মিত চলবে বলে জানায় বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics