বিশ্ব পরিবেশ দিবস ও সাতশ কোটি স্বপ্ন

হুমায়রা হেদায়েত

সভ্যতার ক্রমবিকাশ থেকেই মানুষ ধীরে ধীরে গড়ে তুলেছে তার পরিবেশ। মানুষের রচিত পরিবেশ তাঁরই সভ্যতা বিবর্তনের ফসল। পরিবেশ প্রাণের ধারক, জীবনীশক্তির যোগানদার। যুগে যুগে পরিবেশ  বা পারিপার্শ্বিকের সঙ্গে প্রাণীর মানিয়ে নেয়ার ক্ষমতার উপরেই তাঁর অস্তিত্ব নির্ভরশীল। পরিবেশ প্রতিকূল হলে ধ্বংস ও সর্বনাশ অব্যশম্ভাবী। পরিবেশের উপর সম্পৃক্ত হয়ে মানুষ, অন্যান্য উদ্ভিদ ও প্রাণী- প্রত্যেক প্রাণের জীবনের বিকাশ ঘটে। তাই পরিবেশ ও মানুষের মধ্যে রয়েছে এক নিবিড় যোগসূত্র। কিন্ত নানা কারণে পরিবেশ দূষণ সমস্যা প্রকট হওয়ায় মানবসভ্যতা আজ চরম হুমকির সম্মুখীন। এ থেকে মুক্তির উপায় নিয়ে চলছে নানা গবেষণা। এ ব্যাপারে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘ ১৯৭২ সালে ৫ই জুনকে ঘোষণা করেছে ‘বিশ্ব পরিবেশ দিবস’ হিসেবে।

world-environment-day-images-photos-0322134701

‘সাতশ কোটি মানুষের অপার স্বপ্ন, একটি বিশ্ব, করো না নিঃস্ব’ —এই স্লোগানকে সামনে রেখে আজ বিশ্ব পরিবেশ দিবস পালিত হতে যাচ্ছে। সীমিত বা সুনির্দিষ্ট প্রাকৃতিক সম্পদের এই পৃথিবীতে সম্পদের সুষ্ঠু বণ্টন, পরিবেশসম্মত ব্যবহার এবং সীমিত ভোগের ওপর জোর দিতেই এই  স্লোগানটি ঠিক করা হয়েছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির উদ্যোগে প্রতিবছর বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। মানুষের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এর উদ্দেশ্য। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সরকারি ও বেসরকারি বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি পালন করছে।

WED-slogan.jpg.662x0_q70_crop-scale

দিবসটি উপলক্ষে আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাণী দিয়েছেন। এছাড়া বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু পৃথক বাণী দিয়েছেন। রাষ্ট্রপতি তাঁর বাণীতে পরিবেশবান্ধব উন্নয়নের অগ্রযাত্রায় দেশের সাধারণ মানুষের সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এজন্য জনমানুষের মধ্যে সচেতনতা বোধ যেমন জাগিয়ে তুলতে হবে, তেমনি আইনের পরিপালনও নিশ্চিত করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে সরকারের পাশাপাশি প্রকৃতি ও পরিবেশ রক্ষায় বিশ্ব সম্প্রদায়সহ সকল মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । তিনি বলেন, বিশ্ব পরিবেশ দিবস উদ্যাপনের মাধ্যমে পরিবেশ সংরক্ষণে জনসম্পৃক্ততা ও জনসচেতনতা বৃদ্ধি পাবে।

পরিবেশ দিবসকে সামনে রেখে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) বৃহস্পতিবার বেলা ১১টায় ফার্মগেট পার্কে এক প্রচারাভিযান চালায়। প্রচারাভিযানের উদ্বোধন করেন পবার চেয়ারম্যান আবু নাসের খান। পবা আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসআরইপিবি মিলনায়তনে ‘অর্থনৈতিক উন্নয়ন : পরিবেশ বিপর্যয় উত্তরণে করণীয়’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। এছাড়া নিরাপদ ডেভেলেপমেন্ট ফাউন্ডেশন, পরিবেশ উন্নয়ন সোসাইটি এ আলোচনা সভার আয়োজন করেছে।

save_earth_by_painkillerock-d5cztql

এদিকে পরিবেশবাদীরা অভিযোগ করেছেন যতটা আনুষ্ঠানিকতা নিয়ে পরিবেশ দিবস পালন করা হয়, তার থেকে বেশি উৎসাহ-উদ্দীপনা নিয়ে চলে পরিবেশ ধ্বংসকারী  তৎপরতা। তারা এ ব্যাপারে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Discover more from EnvironmentMove.earth

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Verified by ExactMetrics